X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢামেক ও সোহরাওয়ার্দীতে করোনা শনাক্তে যে প্রস্তুতি নেওয়া হয়েছে

আমানুর রহমান রনি ও রাফসান জানি
১৬ মার্চ ২০২০, ০৫:০২আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৫:০২

ঢামেক ও সোহরাওয়ার্দীতে করোনা শনাক্তে যে প্রস্তুতি নেওয়া হয়েছে

দেশের বড় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম দুটি হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতাল দুটিতে রোগীদের ভিড় লেগেই থাকে। করোনা আক্রান্ত রোগী শনাক্তে ও চিকিৎসা দিতে হাসপাতাল দুটি ইতোমধ্যে নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে এখানে এখনও কোনও করোনা আক্রান্ত রোগী মেলেনি। সাধারণ রোগীদের নিরাপদে রেখে করোনা আক্রান্ত রোগী শনাক্তে পৃথক পদ্ধতি নিয়েছে এই হাসপাতাল দুটি।

রবিবার (১৫ মার্চ)  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ঘুরে করোনা শনাক্তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেখা গেছে।

করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তে জরুরি বিভাগ ও বহির্বিভাগে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চালু করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আইসোলেশন করা হয়েছে। জরুরি বিভাগের বামপাশের একটি ছোট্টকক্ষ পরিচ্ছন্নকর্মীরা পরিচ্ছন্ন করেছে। টানানো হয়েছে তিনটি সিলিং ফ্যান। ভেতরে দুটি বেড রাখা হয়েছে। কক্ষের সামনে একজন কর্মচারী মাস্ক পড়ে দাঁড়ানো ছিলেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে সন্দেহভাজনদের রেখে তাদের বিস্তারিত তথ্য নেওয়া হবে। তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও রোগী এখানে আনা হয়নি।’

কক্ষটিতে কোনও চিকিৎসক দেখা যায়নি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরারই হাঁচি, কাশি, জ্বরে আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ করবেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জরুরি বিভাগে একটি আইসোলেশন কক্ষ করেছি। কোনও ব্যক্তি জ্বর, কাশি, ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের তথ্য সংগ্রহ করবেন। কেউ যদি বিদেশ ফেরত হয়ে থাকেন, তাহলে তাদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য নেওয়া হবে। সন্দেহভাজন হলে তাদের আইসোলেশনে রাখা হবে। এরপর হয় তাদের করোনা চিকিৎসার জন্য সরকার অনুমোদিত নির্ধারিত হাসপাতালে পাঠানো হবে, নাহয় তাদের নমুনা সংগ্রহ করে নির্ধারিত কোয়ারেন্টাইনে পাঠানো হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দেহভাজনদের কাউকে হাসপাতালের মূলভবন বা ওয়ার্ডে নেওয়া হবে না। অন্যদের নিরাপদে রেখে তাদের প্রয়োজনীয় এবং যত্ন সহকারে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে।’

জরুরি বিভাগ ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের বাইরে সামিয়ানা টানিয়ে একটি অস্থায়ীক্যাম্প করা হয়েছে। সেখানে প্রতিদিন সকাল থেকে বেলা ১টা পর্যন্ত হাঁচি কাশি ও জ্বরে আক্রান্ত শিশুসহ সব বয়সী রোগীদের দেখবেন চিকিৎসকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে ঢুকেই ঢামেক হাসপাতালের বহির্বিভাগ। এখানে দেখা যায়, বড় বড় ব্যানার টানানো। সেখানে লেখা রয়েছে, ‘জ্বর, হাঁচি, কাশি, মাথা ব্যথা ও শ্বাসকষ্টের রোগীদের সেবা কেন্দ্র।’ ভেতরে গিয়ে দেখা যায়, সামিয়ানার ভেতরের ডানপাশে পাঁচটি ছোট ছোট কক্ষ করা হয়েছে। কক্ষের প্রতিটির ভেতরে একটি টেবিল, চিকিৎসকের জন্য বসার চেয়ার এবং টেবিলের সামনে রোগীদের বসার জন্য দুটি করে চেয়ার। বামপাশে রোগীদের ছোটছোট অপেক্ষাগার তৈরি করা হয়েছে।

রবিবার বেলা আড়াইটার দিকে সামিনার সামনে সজীব নামের একজন আনসার সদস্যকে ক্যাম্পটি পাহারা দিচ্ছিলেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্হিবিভাগ যতক্ষণ খোলা থাকবে, ততোক্ষণ এখানে চিকিৎসক থাকেন। করোনা শনাক্ত করতে এটি করা হয়েছে।’

ঢামেক হাসপাতাল

হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘বহির্বিভাগে কেউ জ্বর, ঠাণ্ডা নিয়ে এলে তাদের  ক্যাম্পেই দেখবেন চিকিৎসকরা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাম্পটির ভেতরে দেখা গেছে- শিশুদের জন্য দুটি আলাদা, মেডিসিনের জন্য দুটি এবং নাক, কান গলা জন্য একটি আলাদা বুথ করা হয়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসবেন।

সোহরাওয়ার্দীতে করোনা শনাক্তে ফ্লু কর্নার

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই করোনা প্রতিরোধের প্রস্তুতি চোখে পড়ে। হাসপাতালের বহির্বিভাগকে দুই ভাগে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপতাল ভবনের ডান পাশে হাঁচি, সর্দি, কাশি ও জ্বর নিয়ে রোগীদের জন্য চালু করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস। আর বাম পাশে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য রোগীদের। হাসপাতালের অনুসন্ধান ডেস্ক থেকে জানানো হয়, করোনার প্রস্তুতি হিসেবে দুই পাশে ভাগ করে টিকিট দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বাইরে বড় ব্যানারে দুই ভাগে চিকিৎসা দেওয়ার বিষয়টি লিখে রাখা হয়েছে। হাসপাতালে করিডোরের ভেতরেও একাধিক স্থানে ব্যানার লাগিয়ে রাখা হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মাস্ক ও গ্লাভস পড়ে চিকিৎসা সেবা দিতে দেখা গেছে।

জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে এখনও করোনা আক্তান্ত কাউকে পাওয়া যায়নি।

একই কথা জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে আসা রোগীদের মধ্যে সন্দেহজনক কাউকে পেলে তার পরীক্ষার জন্য আমরা আইইডিসিআর-এ পাঠিয়ে দেই। তবে কোনও পরীক্ষার রিপোর্টে করোনা আক্রান্ত কাউকে পাইনি।’

হাসপাতালে প্রস্তুতির বিষষে ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আমরা বহির্বিভাগে আলাদা কর্নার খুলেছি। করোনা কর্নার নাম দেইনি, আমরা দিয়েছি ফ্লু কর্নার। এই কর্নারে হাঁচি কাশি জ্বর সর্দি নিয়ে যারা আসছেন তাদের আলাদা টিকিট ও আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সোহরাওয়ার্দী হাসপাতালে আইসোলেশন কক্ষ এখনও প্রস্তুত করা সম্ভব হয়নি বলেও জানান উত্তম কুমার বড়ুয়া। তিনি বলেন, ‘আমরা ২০ জনের জন্য একটি কক্ষ প্রস্তুত করছি। আমাদের নির্দিষ্ট কোনও ভালো জায়গা নেই। পিডাব্লিউডি এর মাধ্যমে আমরা কিছু কাজ করছি। দরজা জানালা দিয়ে সেপারেট জায়গায় একটা আইসোলেশন কক্ষ বানাচ্ছি। কাজ চলছে। আরও সপ্তাহ খানেক সময় লাগবে।’

 

/এআরআর/আরজে/এএইচ/
সম্পর্কিত
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বশেষ খবর
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়