X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৮:৫৮আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:৪৫

নিত্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম  ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করার অভিযোগে ১২টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। রবিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম ঢাকা মহানগরীর উত্তরা বেগম জহুরা মার্কেট এবং আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে কারসাজি করার অপরাধে তাহসিন মেডিসিন হলকে ২০ হাজার টাকা, মা জেনারেল ট্রেডিংকে ১০ হাজার টাকা, বরিশাল জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, পাবনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, সিয়াম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ইমন এন্টারপ্রাইজকে ১০ হাজার, দিনাজপুর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, জাহাঙ্গীর জেনারেল স্টোরকে ৩০ হাজার টাকা, তামান্না জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, সিরাজগঞ্জ জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা এবং ৫ নম্বর সেক্টরের আল আমিন ফার্মাকে ১৫ হাজার টাকা ও ফাহিম ফার্মাকে ১০ হাজার টাকাসহ ১২টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন।

আব্দুল জব্বার মণ্ডল জানান, অভিযানে আমরা দেখতে পাই, ৫২ টাকার চাল ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া মাস্ক সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার সত্যতা অভিযানে পাওয়া যায়। পাশাপাশি চাল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না টানিয়ে ইচ্ছেমতো মূল্যবৃদ্ধি করে বিক্রি করার অপরাধেও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা