X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশ সদস্যের আত্মহত্যা, মামলার তদন্ত প্রতিবেদন ১৯ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১৭:৩২আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৮:৩৫

আদালত রাজধানীর মিরপুর পুলিশ লাইনে নায়েক শাহ মো. আবদুল কুদ্দুসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রতিবেদন জমা দেওয়ায় জন্য নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় এই নতুন তারিখ নির্ধারণ করেন বিচারক ইলিয়াস মিয়া।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আবদুল কুদ্দুসের মা সৈয়দা হেলেনা খাতুন।

মামলায় যাদের আসামি করা হয় তারা হলেন- মৃত কুদ্দুসের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার ওরফে নাহিন ও শাশুড়ি রুনিয়া বেগম।

অভিযোগে বলা হয়, আবদুল কুদ্দুসের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার ওরফে নাহিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সারাক্ষণ ফোনে কথা বলতেন তিনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশ হয়। পরে সমঝোতাও হয়। কিন্তু নাহিন এরপরও থামেনি। আবদুল কুদ্দুস তার শাশুড়িকে এ বিষয়ে জানালে তাকে নারী নির্যাতনের মামলা এবং চাকরি হারানোর ভয় দেখানো হয়। তাদের কারণে আবদুল কুদ্দুস আত্মহত্যায় প্ররোচিত হন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি ভোরে রাজধানীর মিরপুর পুলিশ লাইনে আবদুল কুদ্দুস নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেন। জানা যায়, তিনি ভোর সোয়া ৫টার দিকে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে ডিউটির জন্য বের হন। পরে পুলিশ লাইন মাঠের এক পাশে দাঁড়িয়ে আত্মহত্যা করেন।

আত্মহত‌্যার আগে ওই পুলিশ সদস্য তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো বড় হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে। তবে অবিবাহিতদের প্রতি আমার আকুল আবেদন- আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কিনা সেই খবর নেবেন। কারণ, পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মতো। সুতরাং সম্মানিত অভিভাবকদের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবেন। আল্লাহ হাফেজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর বিভাগ (এসটিএফ), মিরপুর-১৪, ঢাকা।’

/টিএইচ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া