X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারী কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটে ঢুকতে বাধা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ০২:২০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০২:২৪

দারুসসালাম থানা মিরপুরের দারুসসালাম এলাকায় এক নারীকে তার মায়ের বাসায় ঢুকতে বাধা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতির বিরুদ্ধে। গত ২ এপ্রিল দারুসসালাম টাওয়ার ভবনে এ ঘটনা ঘটে। কাউন্সিলরের বিরুদ্ধে ভুক্তভোগী জান্নাত শাহরিয়া দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি তার স্বামী ও সন্তান ব্রিটিশ নাগরিক হওয়ায় ঘটনাটি হাই কমিশনকেও লিখিতভাবে জানিয়েছেন ভুক্তভোগী নারী।

জান্নাত শাহরিয়া জানান, গত ১৪ জানুয়ারি ১১ মাসের সন্তানকে নিয়ে দেশে ফেরেন তিনি। এরপর চলে যান শ্বশুড়বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। সেখানে থাকার সময় সন্তানের হঠাৎ পেটে অসুখ হয়। অবস্থার অবনতি হলে সন্তানকে নিয়ে গত ২ এপ্রিল ঢাকায় ফেরেন তিনি। তার মায়ের বাসা দারুসসালাম টাওয়ারে। সেখানে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী তাকে বাধা দেন। তবে বাধা উপেক্ষা করেই তিনি বাসায় প্রবেশ করেন। তবে বাসায় প্রবেশের পরপরই ফ্ল্যাটের বিদ্যুৎ চলে যায়। পরবর্তীতে জানা যায়, দারুসসালাম টাওয়ারের ‘স্বঘোষিত’ সভাপতি ও ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতির নির্দেশেই ফ্ল্যাটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কারণ হিসেবে জান্নাত শাহরিয়া বলেন, রাজিয়া সুলতানা দীর্ঘদিন ধরে এই ভবনে স্বেচ্ছাচারিতা করে আসছেন। আবাসিক ভবনের দ্বিতীয় তলায় কাউন্সিলর অফিস বসিয়েছেন। দিনভর নানা ধরনের লোকজন সেখানে আসা-যাওয়া করেন। এতে করোনার সময় ভবনের বাসিন্দাসহ সবাই নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এসব বিষয়ে আমার মা প্রতিবাদ করে আসছেন। আমি আসার কারণে এই প্রতিবাদ আরও জোরালো হতে পারে, এই শঙ্কায় তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন, যাতে আমরা বাসায় না থাকতে পারি।

তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি। তিনি বলেন, এসব অভিযোগ আমাকে হয়রানি করার জন্য করা হচ্ছে। আমরা কোনও সংযোগ বিচ্ছিন্ন করিনি। তখন হয়তো বিদ্যুৎ চলে গিয়েছিল। এখনতো ফ্ল্যাটে বিদ্যুৎ আছে। তাদের সার্ভিস চার্জ বকেয়া আছে। কিন্তু এই কারণে এক মিনিটের জন্যও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

সার্ভিস চার্জ বকেয়া থাকার বিষয়ে জান্নাত শাহরিয়া বলেন, আমি দেশে থাকি না। আমার মা আর নানি থাকেন। কাউন্সিলর ও তার পরিবারের সদস্যরা ফ্ল্যাট মালিকদের জিম্মি করে রেখেছেন। কাউন্সিলর ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে ফ্ল্যাটের বাসিন্দাদের নির্যাতন করছেন। থানায় এ নিয়ে আগেও জিডি করা হয়েছে। ভবনে নিজের লোকজনের নাম বসিয়ে সার্ভিস চার্জ নিচ্ছেন ওই নারী কাউন্সিলর। সঙ্গে দোতলার কাউন্সিলর অফিসের এক লাখ টাকার বেশি সার্ভিস চার্জও নিজেরা নিজেরা মাফ করিয়ে নিয়েছেন। ফ্ল্যাটের অন্যদের সম্মতি ছাড়াই এটা করছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে আমার মা প্রতিবাদ করে আসছেন। প্রতিবাদ স্বরূপ তিনি সার্ভিস চার্জ দেওয়া থেকে বিরত থেকেছেন। এসব অন্যায় বন্ধ হলে আমাদের সার্ভিস চার্জ দিতে বাধা নেই।

দারুসসালাম থানায় দায়ের করা সাধারণ ডায়েরিটি তদন্ত করছেন এসআই বায়জিদ মোল্লা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, করোনাভাইরাসের কারণে এই লকডাউন অবস্থায় বাসায় আসা ও আগে নানা বিষয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপরতো থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।

 

/আরজে/টিটি/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা