X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

'রোগী নিয়েই তো গাড়ি চালাই, বাকিটা আল্লাহ ভরসা'

জাকিয়া আহমেদ
০৮ এপ্রিল ২০২০, ০৩:০৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১১:১৪

অ্যাম্বুলেন্স নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাবের পর হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স চালকরা কল পেয়ে রোগীর সর্দি, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট আছে শুনলে ফিরিয়ে দিচ্ছেন স্বজনদের। রোগীর স্বজনদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাম্বুলেন্স চালকদের কেউ কেউ বলছেন, শুরুর দিকে সমস্যা হয়েছে, কিন্তু এখন ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন তারা সুরক্ষার জন্য পোশাক পরে নিচ্ছেন। রোগী আনা-নেওয়াই তাদের কাজ, তাই আল্লাহর ওপর ভরসা রেখে কাজ করে যেতে চান তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজনের স্বজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌'আমার রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় জ্বর আর শ্বাসকষ্টের কথা শুনে অ্যাম্বুলেন্স চালক নিতে রাজি হননি। অনেক অনুরোধের পরও নেননি। আরেকটি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে কল করা হয়, তিনিও জ্বরের কথা শুনে নিতে রাজি হলেন না। তৃতীয় একজন রাজি হলে রোগীকে হাসপাতালে নিয়ে আসি।'

কথা হয় উত্তরা এলাকার অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ মামুন মিয়ার সঙ্গে। তিনি বলেন, 'রোগী টানতে চাই না বিষয়টি এমন না। আমরাও তো মানুষ। আট বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই, কোনোদিন রোগী ফিরিয়ে দিইনি। কিন্তু এখন তো জীবন নিয়ে টানাটানি। দুইটা পয়সার থেকে নিজের জীবন ও পরিবারের সদস্যদের জীবন বড়।'

মামুন মিয়া আরও বলেন, ‌'কুর্মিটোলা হাসপাতাল থেকে কয়েকদিন আগে একটা লাশ আনতে ফোন করেছিল; সেটা করোনা রোগী ছিল কিনা তাও জানি না। কিন্তু পোশাক না থাকায় না করে দিয়েছি। ওই হাসপাতালে তো এখন করোনা রোগীদেরই রাখা হচ্ছে। খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছু করার নেই।'

এতদিন পর গত ৬ এপ্রিল সুরক্ষা পোশাক পাওয়ার কথা জানিয়ে মামুন মিয়া বলেন, 'এখন তেমন সমস্যা হবে না, তবু সবার কাছে আমি দোয়া চাই।'

‘এই রোগীর কাপড় ধরলেও নাকি রোগটা ধরে ফেলে। আমাদের পোশাক নেই, রোগটাও নতুন, একজন থেকে আরেকজনে ছড়ায়, তাইলে কাজ কেমনে করি’—বলেন আরেক চালক মিলন মিয়া।

অ্যাম্বুলেন্স চালকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেলো, সরকারি হাসপাতালগুলোতে তাদের জন্য শুরু থেকেই নির্ধারিত সুরক্ষা পোশাক, হ্যান্ড গ্লাভসসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে যারা চালান, তাদের জন্য সুরক্ষা পোশাকের বিষয়টা অতটা জোরদার নয়। এলাকাভিত্তিক অ্যাম্বুলেন্স চালকরা নিজেদের মতো করে ব্যবস্থা করেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের যানবাহন শাখার ইনচার্জ মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ' ঢামেকে একটি অ্যাম্বুলেন্সকে পুরোপুরি করোনা রোগীর জন্য ডেডিকেটেড করা হয়েছে। রোগীদের কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের সুরক্ষার জন্য পিপিই, হ্যান্ড গ্ল্যাভস দেওয়া হয়েছে। এই অ্যাম্বুলেন্সে অন্য রোগী নেওয়া হচ্ছে না। চালকও একজনই, তার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদাভাবে।'

তিনি আরও বলেন, 'আমাদের কাজই তো রোগী আনা-নেওয়া করা। কিন্তু এই সময়ে যদি আমরা কাজ না করি, তাহলে মানুষ যাবে কোথায়?' 'রোগী নিয়েই তো গাড়ি চালাই, বাকিটা আল্লাহ ভরসা'—যোগ করেন শাহ আলম।

তিনি বলেন, 'শুরুতে রোগীর সংখ্যা কম ছিল, তাই একটি অ্যাম্বুলেন্সে যাতায়াত করা হতো। এখন রোগী বাড়ছে, তাই হাসপাতাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌'আমরা তো কেবল একজন রোগী নিয়েই বসে থাকতে পারি না, সারাদিন অসংখ্য রোগী আনা নেওয়া করতে হয়। একজন করোনা আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়ার পর বাকিদের নিয়ে তো যাতায়াত করতে পারবো না। তখন তো আরও সমস্যা হবে।'

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি