X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বাইরইচস ক্যা’ বলেই সাংবাদিককে পেটাতে শুরু করে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৭:১৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৭:৩২

পুলিশের মারধরের চিহ্ন

হাসপাতালে ক্যানসারের রোগীকে রক্ত দিয়ে বাসায় ফেরার সময় বেধড়ক মারধরের শিকার হয়েছেন দুই সাংবাদিক। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ৩টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক মোড়ে এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন—‘enews71.com’-এর সম্পাদক শওকত হায়দার ও একই পোর্টালের বিশেষ প্রতিবেদক মো. জিহাদ। প্রাথমিক চিকিৎসা শেষে তারা দুজন রূপনগরে নিজ নিজ বাসায় রয়েছেন।

মারধরের শিকার শওকত হায়দার বলেন, ‘রূপনগরে সুরক্ষা জেনারেল হাসপাতালে রক্ত দিয়ে আমি ও জিহাদ হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। রূপনগর মোড়ে লাজ ফার্মার কাছে আসার পর জিহাদকে ‘বাইরইচস ক্যা’ বলে বেধড়ক পেটাতে শুরু করে পুলিশ। আমি একটু পেছনে ছিলাম। জিহাদকে মারতে দেখে মোবাইলে ভিডিও করতে শুরু করি। তা দেখে আমাকেও মারতে শুরু করে।’

তিনি বলেন, ‘বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা ক্ষান্ত হয়নি। ১৫-২০ জন পুলিশ সদস্য ঝাঁপিয়ে পড়ে মারতে থাকে। আমাদের জিজ্ঞাসাও করেনি কোথায় গিয়েছিলাম। আমরা বারবার নিজেদের পরিচয় দিচ্ছিলাম। হাসপাতালে রক্ত দিয়ে ফেরার কথা বলছিলাম। কিন্তু আমাদের কোনও কথা শোনেনি। রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়াতে দৌড়াতে আমাদের মারা হয়। ওখানে যত জন পুলিশ সদস্য ছিল, সবাই মেরেছে। মারতে পেরে তারা আনন্দ পাচ্ছিল।’

ঘটনাস্থলে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। তিনিও এসে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করেন বলে জানান সাংবাদিক শওকত হায়দার। তিনি বলেন, ‘পুলিশের অন্য সদস্যরা যখন আমাদের মারছিল, তখন রূপনগর থানার পরিদর্শক মোকাম্মেলও ছিলেন। আমাদের পরিচয় পেয়ে রক্ষা করার পরিবর্তে তিনি নিজেও মেরেছেন। শেষে আমার বাড়ি বরিশাল শোনার পর বলেছেন, আমার বাড়িও বরিশাল। অনেক মারছো। এবার ছেড়ে দাও।’

সাংবাদিক শওকত জানান, মারধরের সময় তার মোবাইলটি কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করে দেয় পুলিশ সদস্যরা। তার সঙ্গে পাঁচ হাজার টাকা ছিল। পুলিশ মারধরের সময় সেই টাকা কোথায় পড়েছে, তা আর খুঁজে পাননি তিনি। দুজনই হাতে-পায়ে মারাত্মক জখম হওয়ায় পর মিরপুর ১১ নম্বরে ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মারধরের বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন বলেন, ‘এমনটা হওয়ার কথা না। পাবলিককে তাড়িয়ে দেওয়ার সময় পড়ে গিয়ে আহত  হতে পারেন। আর কোনও সাংবাদিককে মারধরের বিষয়টা জানি না।’

তবে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে উনাদের সঙ্গে কথা বলেছি। উনারা হাসপাতাল থেকে বাসায় এসেছেন। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে একসঙ্গে বসে সমাধান করে নেবো। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

/আরজে/এনএল/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা