X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনি ইশতেহার চান ভোটাররা

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৫, ১২:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১২:২৮

poro-nirbachon

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনি ইশতেহার ঘোষণার দাবি জানিয়েছে ভোটাররা। মেয়র নির্বাচিত হলে তারা কী কী উন্নয়ন কাজ করবেন এবং সমস্যার সমাধান করবেন-তা জানিয়ে নির্বাচনি ইশতেহার চান পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে পারবে কিনা- তা জনতে চাইলে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনি আচরণবিধির বাইরে কিছুই করা যাবে না। এ ব্যাপারে আচরণবিধিতে স্পষ্ট কিছু লেখা নেই।

নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন। মেয়র পদে গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত আনিছুর রহমান আনিছ, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত মো. শহিদুল্লাহ শহীদ, শ্রীপুর পৌর জাসদের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম ভিপি আহসান উল্লাহ সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন।  পিছিয়ে নেই সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরাও। তবে অধিকাংশ ভোটার প্রার্থীদের মুখের কথা বিশ্বাস করতে চান না। তারা প্রার্থীদের কাছে ইশতেহার চান।

পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা কাজী আকতার হোসেন বলেন, ‘মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনার কথা বলছেন। কিন্তু নির্বাচিত হলে তারা এসব কথা মনে রাখেন না। তাই নির্বাচনের আগেই কোন প্রার্থী এলাকার কী উন্নয়ন এবং সমস্যার সমাধান করবেন তা তাদের ইশতেহারে ঘোষণা করতে হবে।’

রেলগেট এলাকার ব্যবসায়ী সুমন বেপারী বলেন, ‘নির্বাচিত হলে আগামী পাঁচ বছর তারা কী কাজ করবেন, তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

কলেজ ছাত্র সারোয়ার জাহান সোহেল বলেন, প্রার্থীদের অবশ্যই ইশতেহার দিতে হবে।

মাস্টারবাড়ী এলাকার রিকশা চালক মুনছুর আলী বলেন, ‘আমি কতায় (কথায়) বিশ্বাসী নয়, কোন প্রার্থী কোনডা কাজ করবেন, তা লিকে (লিখে) দেওয়া লাগবে।’

মেয়র প্রার্থী আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কাজ করা যাবে না। আচরণবিধিতে ইশতেহার ঘোষণা করার কথা থাকলে আমি অবশ্যই করব।’

আরেক প্রার্থী শহিদুল্লাহ শহীদ বলেন, আচরণবিধিতে থাকলে ইশতেহার ঘোষণা করা হবে। একই কথা বললেন স্বতন্ত্র প্রার্থী ভিপি আহসান উল্লাহ।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি