X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আ. লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নালিশ জানাতে গেলেন শওকত আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভোটের আশ্বাস নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও নিজের এলাকা শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী। এ কারণে দলের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অভিযোগ দিতে নির্বাচন কমিশনে গেলেন তিনি। শরীয়তপুর-২ আসনের এই সংসদ সদস্য এ সময় পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন।
শওকত আলী বৃহস্পতিবার নড়িয়া পৌরসভায় তার দলের বিদ্রোহী মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হন। তবে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিতে এলেও তার দেখা না পেয়ে কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ জানাননি। তবে, উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন তিনি।
বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে শওকত আলী বলেন, নড়িয়া পৌরসভায় মোটর সাইকেল নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। আচরণবিধি হরদম লঙ্ঘিত হচ্ছে, অস্থির অবস্থা, ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে এ সব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কী করে সুষ্ঠুভাবে হবে, তা বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আছি।
নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হায়দার আলী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়েও মেয়র পদে প্রার্থী হয়েছেন শহীদুল ইসলাম বাবু। বাবুকে সমর্থন দিচ্ছেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।
সাবেক ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হায়দার আলী এসব বাড়াবাড়িতে পটু নন। তিনি নির্বাচন কমিশন ও প্রচলিত আইনের ওপর নির্ভর করছেন।

শওকত আলী আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ছেলে পাভেল প্রচারের কাজে গ্রামে গেলে তাকে ধাওয়া করছে বিদ্রোহী প্রার্থীর লোকেরা। বিষয়গুলো কর্তৃপক্ষের দেখা উচিত। নির্বাচনি পরিবেশ নষ্ট হচ্ছে।

ইসির প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই ডেপুটি স্পিকার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছুই যেন করা হয়। সিইসিকে বলতে এসেছিলাম, তিনি বৈঠক নিয়ে ব্যস্ত। রিটার্নিং অফিসারকেও জানানো হবে। ওসি-এসপিকে জানিয়েছি।

তবে, বিএনপির শঙ্কার সঙ্গে তার অভিযোগ এক নয় বলে দাবি করেন শওকত আলী। বলেন, বিএনপির সঙ্গে মিল নেই আমার কথায়। তারা বেশি করে বলার চেষ্টা করছেন। আমি শুধু একটি পৌরসভার কথা বলছি। সারাদেশের বিষয়ে আমি অবগত নই।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা