X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মায়ের সঙ্গে ঝগড়ার প্রতিশোধ নিতে ৪ মাসের শিশুকে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ০০:৫৩আপডেট : ০৯ জুলাই ২০২০, ০০:৫৫

খুন রাজধানীর আদাবর বাজার এলাকায় প্রতিবেশী এক নারীর সঙ্গে ঝগড়ার জেরে তার ৪ মাস বয়সী শিশুকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেছে অপর এক নারী। ঘটনার সঙ্গে জড়িত পারভিন (২৪) নামে ওই নারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ডিসি বলেন, শুক্রবার (৩ জুলাই) ১২টার দিকে আদাবর থানার উত্তর আদাবর ৩৮/১০ পানির পাম্প এলাকা থেকে চার মাস বয়সী একটি শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার নাম সাদিয়া। তার দিনমজুর বাবা এই ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর মামলাটি পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই ভিকটিমের প্রতিবেশী পারভিনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। পূর্ব শত্রুতার জেরে পারভিন ব্লেড দিয়ে শিশু সাদিয়াকে গলা কেটে হত্যা করে। পারভিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে পারভীন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিসি তেজগাঁও বলেন, গ্রেফতারকৃত পারভিন একজন গৃহিণী। সে পাঁচ মাস আগে ঢাকায় আসেন। তার স্বামী একজন রিকশাচালক। তারা আদাবর বাজার এলাকার বস্তিতে থাকেন। একই বস্তিতে ভিকটিম সাদিয়ার বাবা, মা ও দাদা থাকেন। তার দাদা বস্তির ম্যানেজার। লকডাউন চলাকালীন সময়ে পারভিনের স্বামী ওই বস্তির সামনে একটি দোকান দেয়। তবে সেখানে বস্তির ম্যানেজার দোকান করতে দেয়নি। এনিয়ে পারভিনের সঙ্গে শিশু সাদিয়ার পরিবারের ঝগড়া হয়। আর এই শত্রুতার জের ধরে সাদিয়ার মাকে একটি উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে পারভিন। ৩ জুলাই সাদিয়াকে ঘুমে রেখে তার মা রান্না করতে যায়। তখন পারভিন ঘরে ঢুকে ব্লেড দিয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে। সে একাই এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা