X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি ডিজিটাল কোরবানি কেন্দ্রে প্রথম দিনে ৪০০ পশু জবাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ১৮:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২০, ২০:৪৮

ডিএনসিসি ডিজিটাল কোরবানি কেন্দ্রে প্রথম দিনে ৪০০ পশু জবাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডিজিটাল পদ্ধতিতে কোরবানি পশু জবাই ব্যবস্থাপনায় ঈদের প্রথম দিন শনিবার (১ আগস্ট) ৪০০ পশু জবাই দেওয়া হয়েছে। এছাড়া রবিবার এক হাজার ও সোমবার ৬০০ পশু জবাই দেওয়া হবে। কেনার পর এসব পশুর মাংস কাটা থেকে শুরু করে কোরবানিদাতার বাসায় পৌঁছে দেওয় পর্যন্ত পুরো ব্যবস্থাপনা করেছে ডিএনসিসি। মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত সাদিক এগ্রোতে ডিএনসিসির এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার ডিজিটাল এ ব্যবস্থাপনা পরিদর্শনে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব কথা জানান। এ সময় তিনি পুরো কার্যক্রম পরিদর্শন করে দেখেন।

আতিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মাথায় রেখে আমরা এ বছর ডিজিটাল পদ্ধতিতে কোরবানি দেওয়ার আয়োজন করেছি। প্রাথমিকভাবে এই আয়োজনে দুই হাজার পশু জবাই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। যারা কোরবানির গরু আমাদের দিয়ে গেছেন আমরা তার পুরো কোরবানির ব্যবস্থাপনা করে দিচ্ছি। সে অনুযায়ী ঈদের দিন ৪০০ গরু জবাই হয়েছে। আগামীকাল এক হাজার গরু এবং আগামী পরশু ৬০০ গরু জবাই হবে। এখানে প্রতিটি পশুর বিস্তারিত তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত হচ্ছে। কোন গরুটি কখন জবাই হবে এবং কখন তার মাংস কোরবানিদাতার বাসায় পৌঁছানো হবে তার বিস্তারিত তথ্য অনলাইনেই দেওয়া হচ্ছে। পাশাপাশি কোরবানিদাতা যদি চান তার কোরবানির মধ্যে গরিবের যে হক রয়েছে সেটাও আমরা বিতরণ করে দেওয়ার ব্যবস্থা রেখেছি। এ জন্য আমাদের কোনও টাকা দিতে হবে না।

ডিএনসিসি ডিজিটাল কোরবানি কেন্দ্রে প্রথম দিনে ৪০০ পশু জবাই

মেয়র আরও বলেন, আমরা এখন শুরু করলাম। এ বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তারপরও চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। আমাদের বিশ্বাস, অন্যান্য দেশের মতো আমরা ডিজিটাল পদ্ধতিতে এভাবে আগামী বছরগুলোতে কোরবানি দিতে পারবো। আমরা বিশ্বাস, পশুর মাংসগুলো যদি স্বাস্থ্যসম্মতভাবে কোরবানিদাতার বাসায় পৌঁছে দিতে পারি তাহলে মানুষ আস্থা পাবে।

ডিএনসিসি ডিজিটাল কোরবানি কেন্দ্রে প্রথম দিনে ৪০০ পশু জবাই

 

/এসএস/এমআর/
সম্পর্কিত
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক