X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জঙ্গি হামলা হলেও শঙ্কামুক্ত বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ১২:৪৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৬

kamal

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ জঙ্গি হামলা হলেও শঙ্কামুক্ত। সবকিছু প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।’ জঙ্গি হামলা, বোমা বিস্ফোরণ, বিদেশিদের ওপর হামলা, মসজিদে হামলা, টার্গেট কিলিংসহ যেসব ঘটনা ঘটছে তাতে বাংলাদেশের মানুষ শঙ্কামুক্ত কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মিরপুরে গ্রেনেড ও বিস্ফোরকসহ জেমবি আটক না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এর আগে বিদেশি হত্যা, মসজিদে হামলাসহ অন্যান্য ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়েছে। তাভেল্লা হত্যায় কারা কত টাকায় চুক্তি করেছিল তাও আমরা জেনেছি এবং তাদের আটক করেছি।’

রাজশাহীর মসজিদের হামলা আত্মঘাতী ছিল কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, মুসল্লি বেশে দুজন মুসজিদে ঢুকেছিল। একজনের সঙ্গে থাকা বোমা চাপ লেগে বিস্ফোরিত হয়। এতে ওই যুবক মৃত্যু হয় এবং অন্যজন পালিয়ে যায়।’

আইসিটি অ্যাক্টের আওতায় সাংবাদিকদের গ্রেফতার প্রসঙ্গে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ আইনের যাতে অপব্যবহার না হয় এ বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।  

ক্র্যাব এর সভাপতি ইশারফ হোসেন ইশার সভাপতিত্বে এ সভার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/জেইউ/এসটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা