X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কাদের মোল্লাকে মুক্তিযুদ্ধের ট্রেনিং প্রাপ্ত বলেছিলেন রুহুল আমীন গাজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ০২:০৭আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০২:১১

রুহুল আমীন গাজী (ছবি : ইন্টারনেট থেকে) যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ ও মুক্তিযুদ্ধের ট্রেনিং প্রাপ্ত উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার মো. রুহুল আমীন গাজীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (২১ অক্টোবর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় মগবাজারের সংগ্রাম অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিসি বলেন, দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার মো. রুহুল আমীন গাজী তার দুজন সহযোগির সঙ্গে পরস্পর যোগসাজসে ২০১৯ সালের ১১ ডিসেম্বর কলাম জুড়ে বোল্ড লেটারে 'শহীদ আব্দুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাৎ বাষির্কী আজ' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন।

ওই প্রতিবেদনে তিনি যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে মুক্তিযুদ্ধের ট্রেনিং প্রাপ্ত আখ্যা দিয়েছেন। ১৯৭১ সালের ২৩ মার্চ মুক্তিযুদ্ধ কমান্ডার জেসিও মফিজুর রহমানের ডাকে এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্রদের সঙ্গে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন বলে উল্লেখ করেন।

পুলিশের এই উপ-কমিশনার বলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষেপিয়ে তুলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে এ উসকানিমূলক প্রতিবেদন প্রকাশ করেন। তাই সন্ধ্যা ৭টায় হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। পুলিশ ওয়ারেন্ট তামিল করেছে। 

/এসএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া