behind the news
Vision  ad on bangla Tribune

নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৭:৫৭, ডিসেম্বর ৩০, ২০১৫

বাংলাদেশ নির্বাচন কমিশনপৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে দলটি নির্বাচন কমিশনে লিখিত এই অভিযোগ জমা দেয়।
দলের মহাসচিব ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে এই অভিযোগ জানায়।
এ সময় ইউনুছ আহমেদ বলেন, সার্বিকভাবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। আমরা এ সংক্রান্ত তথ্য নিয়ে তদন্ত এবং পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।
/ইএইচএস/এনএস/এমএনএইচ/     

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ