behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

গাইবান্ধায় বিজয়ী কাউন্সিলরের বাড়িতে হামলা

গাইবান্ধা প্রতিনিধি১৯:২০, ডিসেম্বর ৩১, ২০১৫

গাইবান্ধা জেলাগাইবান্ধা পৌরসভার ১ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে বিজয়ী কাউন্সিলর কামাল আহম্মেদের বাড়িতে বুধবার হামলা করে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শেখ শাহিনের কর্মী সমর্থকরা।
গাইবান্ধা সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে কামাল আহম্মেদ জাসদের কর্মী হওয়ার কারণে জেলা জাসদ শুক্রবার বিকেল তিনটায় নিজ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানান।

/এনএস/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ