X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পলকসহ ২১ ব্যক্তিকে হত্যার হুমকি আনসারুল্লাহর

নাটোর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৬, ১৭:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৭:২৭

হুমকি

নাটোরে মন্ত্রী, সংসদ সদস্য, ছাত্রনেতা, সাংবাদিক, সরকারি পদস্থ ব্যক্তিসহ মোট ২১ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১। বৃহস্পতিবার সকাল ১১টায় নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকারের কাছে এ বার্তা এসে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী।  

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জানান, চিঠি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী পলকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জঙ্গি সংগঠনের হুমকি হালকা করে নেওয়ার কিছু নেই। আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

আনসারুল্লাহর তালিকাভুক্ত ব্যক্তিরা হলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের এমপি আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোর্তজা, নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক দুলাল সরকার,জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস।

আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, এমপি শফিকুল ইসলাম শিমুলের এপিএস আকরামুল ইসলাম আকরাম, বাংলাদেশ মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ও এমপি আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলী কুদ্দুস মুক্তি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকি, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এসএম ফিরোজ।

আনসারুল্লাহর চিঠি

আরও রয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মেয়র এইচ এম জাকির, নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আরজু শেখ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ, সিংড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ভোলা ও জেলা ছাত্রলীগ নেতা বুলবুল।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিভাগের নাটোর জেলার তালিকাভুক্তদের প্রথম আঘাতেই নিশ্চিহ্ন করা হবে। আরও একটি তালিকা প্রকাশ করা হবে স্বল্প সময়ের মধ্যেই।

প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা এ ঘটনার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিঠি প্রেরণকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের কোনও চিঠি এখনও পাইনি।

পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা