X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রামপুরায় দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ০০:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ০০:২৫

খুনরাজধানীর পূর্ব রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে বাসাই ফকির (২৬) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলম ওরফে শুটার আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ীবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বাসাই পূর্ব রামপুরার ১৭৭/৩ বাসায় থাকতেন। তিনি স্থানীয় স্যানেটারি ঠিকাদার বলে তার বড়বোন জহুরা বেগম জানিয়েছেন।
বাসাই ফকিরের চাচা আবদুল জলিল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ী বাজারে কয়েকজন দুর্বৃত্ত বাসাই ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি বাসাই ফকিরের বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে ওই ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বুকে গুলিবিদ্ধ হন তিনি। এছাড়া দুর্বৃত্তরা‍ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়ও আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা মারা যান তিনি।
ওসি আরও জানান. ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামের একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে রামপুরা থানা পুলিশ।
/জেইউ/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি