X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাব্বীর ঘটনায় এসআই মাসুদ অপরাধ করেছে: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৩:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৪:২৯

হাইকোর্ট বাংলাদেশ ব্যাংক কর্মকতা গোলাম রাব্বীকে নির্যানকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। পাশাপাশি পর্যবেক্ষণে আদালত বলেন, রাব্বীর ঘটনায় পুলিশ (এসআই মাসুদ) অপরাধ করেছে।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই ঘটনায় বিভাগীয়ভাবে তদন্ত হচ্ছে। অপরদিকে আদালত বলেছেন, এটা ডিপার্টমেন্টাল বিষয়। তবে এসআই মাসুদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে।
আদালত জানিয়েছেন, রাব্বী এসআই মাসুদ শিকদারের থানায় অথবা আদালতে মামলা নিয়ে গেলে সেটি গ্রহণ করতে হবে। মোহাম্মদপুর থানা এবং মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতে রাব্বী তার মামলা দায়ের করতে পারবেন। মামলা নিয়ে গেলে পুলিশ এবং আদালত মামলা নিতে বাধ্য থাকবেন।
শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেন, ‘মিস্টার অ্যাটর্নি, রাব্বির এফআইআর গ্রহণ করতে বাধা কোথায়?
রাব্বীর ঘটনায় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন পরে সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের এ আদেশের মাধ্যমে মানবাধিকারের উন্নয়ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে।’

গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করেন মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন এবং পরবর্তীতে তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।

পরদিন সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বী। তবে তা মামলার হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

গত ১৮ জানুয়ারি হাইকোর্ট রাব্বীর অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। একইসঙ্গে গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে কেন নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেন আদালত। এরপর হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আদেশ করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাব্বীর করা লিখিত অভিযোগ এফআইআর হিসেবে নিতে হাইকোর্টের দেওয়া আদেশ ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন।

উল্লেখ্য, গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে ১৬ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করা হয়।​

/ইউআই​/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া