X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

রংপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ১৭:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:২৯

আবু সিদ্দিক হত্যামামলার আসামিরা

রংপুরের পীরগাছায় সবজি ব্যবসায়ী আবু সিদ্দিক হত্যা মামলায় ৩ আসামিকে ফাঁসি এবং এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে রংপুরের পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামের আবু সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আব্দুস সাত্তার, নুর মোহাম্মদ, আব্দুল ও ফরহাদ হোসেন। পরের দিন আবু সিদ্দিকের লাশ তার বাড়ির কাছের ধান খেত থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা আজিম উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে কোনও সাক্ষ্য প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে মামলাটির তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পরে মামলার বাদি নিহত আবু সিদ্দিকের বাবার আবেদনের প্রেক্ষিতে আদালতে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৯ আগস্ট সিআইডি পুলিশ চার আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করে।

এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত  আসামি নুর মোহাম্মদ,আব্দুল ও ফরহাদ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। অপর আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, নিহত আবু সিদ্দিক ছিলেন একজন সহায় সম্বলহীন দিনমজুর। তিনি স্থানীয় হাটবাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন। তার স্ত্রী রানু বেগম ঝিয়ের কাজ করতেন। আসামি আব্দুস সাত্তারের বাড়িতে ঝিয়ের কাজ করার সময় তিনি প্রায়ই রানুকে উত্যক্ত করতেন। রানু  বিষয়টি তার স্বামীকে জানালে সাত্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আসামি আব্দুস সাত্তার তাকে দেখে নেবে বলে হুমকি দেন। এর পরই আবু সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামি আব্দুস সাত্তারসহ অন্যরা হত্যা করে লাশ ধান খেতে ফেলে রেখে যায়।

বিচারক তার রায়ে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় ঘোষণা করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এপিপি ফারুখ হোসেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, তারা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!