behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

এসএসসি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট১২:৫৯, ফেব্রুয়ারি ০৩, ২০১৬

এসএসসি পরীক্ষাচলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে ফোন করে যে কেউ যে কোনও ধরনের তথ্য জানতে চাইতে পারবেন। যে কোনও ধরনের অভিযোগ সম্পর্কেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।  
কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হচ্ছে- ৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মু. সাইফুল্লাহ জানান, কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কন্ট্রোলরুমের তত্ত্ববধানে থাকবেন। এসএসসি ও সমমান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটি চালু থাকবে।
ইমেইল এর মাধ্যমেও তথ্য পাঠানো যাবে।
কন্ট্রোল রুমের ইমেইল: examcontrolroom@moedu.gov.bd

/এফএস/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ