X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সোর্স পরিচয়ধারী চাঁদাবাজদের ছাড় দেবে না পুলিশ: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩১

ডিএমপি পুলিশের সোর্স পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির জনসংযোগ কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি উচ্চরণ করেন।
মারুফ হোসেন বলেন, পুলিশের সোর্স পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি করলে, যার কাছে চাঁদা চাওয়া হবে অথবা বিষয়টি কারও দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক পুলিশের কাছে অভিযোগ করবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, এতে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে, যার বিরুদ্ধে অভিযোগ উঠবে, তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অর্থাৎ থানার ওসি এবং সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার রয়েছে, তাদের জানাতে হবে। জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমাদের অবস্থান জিরোটলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না।
সোর্সকে সঙ্গে নিয়ে অভিযানে যেতে পারেন কিনা—জানতে চাইলে মারুফ হোসেন বলেন, এ ধরনের সুযোগ নেই। এটি যদি কেউ করে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

চা দোকানি বাবুল মাতুব্বর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এটি সর্বশেষ অবস্থা হলো, আমরা শাহ-আলীর খানার তিন এসআই, এক এএসআই এবং এক কনেস্টবেলকে বরখাস্ত করেছি। এছাড়া, তদন্তের স্বার্থে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।  এ ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধের অভিযোগ পুলিশ তদন্ত করলেও কোনও সমস্যা নেই। নিরপেক্ষ তদন্ত হবে। তদন্তে কোনও ত্রুটি থাকবে না।

বুধবার রাতে রাজধানীর মিরপুর গুদারাঘাট এলাকায় চাঁদার না পেয়ে বাবুল মাতব্বর (৪৫) নামের এক চা বিক্রেতাকে পুড়িয়ে দেয় পুলিশ। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে মারা যান তিনি। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সোর্স দেলোয়ার এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে করতে গেলে তার মামলা নিতে ‘অস্বীকৃতি’ জানায়। পরে মাদক ব্যবসায়ী পারুল ওরফে পারুলী ও সোর্স দেলোয়ারসহ মোট সাতজনকে আসামি করে মামলা করেছেন মৃত বাবুলের বড় মেয়ে রোকসানা।

/এআরআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া