Vision  ad on bangla Tribune

জবিতে ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিভাগে ভর্তির তালিকা প্রকাশ

জবি প্রতিনিধি১৮:৩৪, ফেব্রুয়ারি ০৮, ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম সেমিস্টারে ‘ডি’ ইউনিটভুক্ত বিজ্ঞান ও বাণিজ্য শাখায় আসন খালি থাকা সাপেক্ষে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তির উপযোগী শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখায় অপেক্ষমাণ মেধাক্রম ১৩ থেকে ২৪ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় অপেক্ষমাণ মেধাক্রম ৬০ হতে ৭৮ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ‘ডি’ ইউনিটভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
মনোনীত শিক্ষার্থীদের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে উপস্থিত থাকতে এবং ভর্তির জন্য যাবতীয় কাগজপত্র সঙ্গে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে। 

/আরএআর/এফএস/ 

লাইভ

টপ