X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে ছাত্রলীগের হাতে সাংস্কৃতিক জোটের নেতা লাঞ্ছিত

জাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। মারধর করার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন জুবায়ের টিপু।
রবিবার রাত সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু হলের ২৩৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
জুবায়ের টিপু বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪০ তম আবর্তনের শিক্ষার্থী। ঘটনার বিচার চেয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি হলের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এটি হল প্রশাসন দেখবে।’
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইশতিয়াক আহমেদের (প্রাণিবিদ্যা, ৪২ তম আবর্তন) নেতৃত্বে ছাত্রলীগের ৪-৫ জন কর্মী জুবায়েরকে তার কক্ষ (২৩৪) ছেড়ে অন্য একটি কক্ষে (২২৭) যেতে বলে। এজন্য তারা এক দিনের আল্টিমেটাম দেয়। জুবায়ের ব্যাপারটি হল প্রভোস্ট মোহাম্মদ আলমগীর কবিরকে অবহিত করেন।

এরপর রবিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আবারও কক্ষ ছাড়ার নির্দেশ দেয়। জুবায়ের কক্ষ ছাড়তে অস্বীকৃতি জানালে ইশতিয়াকের নেতৃত্বে ইয়াছিন (ভূতাত্ত্বিক বিজ্ঞান), দীপ, নাজমুল (গণিত), তৌফিক, রাফি (উদ্ভিদবিজ্ঞান) সহ  ১০-১২ জন ছাত্রলীগ কর্মী এসে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এসময় তারা জুবায়েরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কক্ষের জিনিসপত্র তছনছ করে ৩০ মিনিটের মধ্যে কক্ষ ছাড়ার নির্দেশ দেয়।

জুবায়ের টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধা ঘণ্টার মধ্যে কক্ষ না ছাড়লে তারা আমাকে মৃত্যুর হুমকি দেয়। আমি তৎক্ষণাৎ হল প্রভোস্ট আলমগীর স্যারকে ফোন করি। কিন্তু স্যারকে ফোনে না পেয়ে হলের আবাসিক শিক্ষক গোলাম রব্বানী স্যারকে অবহিত করি।’

এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কর্মী ইশতিয়াক বলেন, তার গায়ে হাত তোলার মতো কোনও ঘটনা ঘটেনি। জুনিয়রদের ২৩৪ নম্বর কক্ষে সিট দেওয়া হবে বলে তাকে অন্য একটি কক্ষে ওঠার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে হল প্রভোস্ট ড. মোহাম্মদ আলমগীর কবির বলেন, ‘আমি এখনও অভিযোগ পাইনি। তবে ঘটনা শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।’

এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিচারের দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী