X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে ৭৫২ ইউপিতে প্রথম দফায় ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৭

ইউপি নির্বাচন-২০১৬ দেশের ৪ হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদে ছয়ধাপে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২২ মার্চ ৭৫২টি ইউপির নির্বাচন হচ্ছে। যার তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। সেসব ইউপিতে আগামী ২২ মার্চ ভোট অনুষ্ঠিত হবে, সেগুলো হলো—

রংপুর বিভাগ‍: দিনজপুরের ঘোড়াঘাটের বুলকীপুর, ঘোড়াঘাট, পালশা, শিংড়ি, হাকিমপুরের আলীহাট, বোয়ালধার, খট্টামাধবপাড়া। পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলাবান্ধা, ভজনপুর, দেবনগর, বুড়াবুড়ি, শালবাহান, তেতুলিয়া, তিরনইহাট, রংপুর পীরগাছার কল্যাণী।

রাজশাহী বিভাগ: বগুড়া দুপচাচিয়ার তালোড়া, সারিয়াকান্দির নারচী, সারিয়াকান্দি, ভেলাবাড়ি, বোহাইল, চালুয়াবাড়ী, চন্দনবাইশা, ফুলবাড়ী, হাটশেরপুর, কামালপুর, কাজলা, কর্নিবাড়ী, কুতুবপুর। পাবনার বেড়ার চাকলা, ঢালারচর, হাটুরিয়া-নাকালিয়া, জাতসাখিনী, মাসুমদিয়া, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, রুপপুর, কৈটোলা। সিরাজগঞ্জ রায়গঞ্জের ব্রহ্মগাছা, চন্দ্রাইকোনা, ধামাইনগর, ধানগড়া, ধুবিল, ঘুড়কা, নলকা, পাংগাসী, সোনাখাড়া।

খুলনা বিভাগ: খুলনা বাটিয়াঘাটার আমীরপুর, বালিয়াডাঙ্গা, বাটিয়াঘাটা, ভাণ্ডারকেট, গঙ্গারামপুর, জলমা, সুরখালী, দাকোপের বাজুয়া, বানীশামত্মা, লাউডোব, পানখালী, দাকোপ, কৈলাশগঞ্জ, কামারখোলা, সুতারখালী, তিলডাঙ্গা, কয়রার কয়রা, আমাদী, বাগালি, দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, মহারাজপুর, মহেস্বরীপুর, দিঘলিয়ার বারাকপুর, দিঘলিয়া, গাজীরহাট, যোগীপল, আড়ংঘাটা, সেনহাটী, পাইকগাছার চাঁদখালী, দেলুটি, গদাইপুর, গড়াইখালী, হরিঢালী, কপিলমুনি, লস্কর, লতা, রাডুলী, সোলাদানা, ডুমুরিয়ার আটলিয়া, ভাণ্ডারপাড়া, ধামালিয়া, ডুমুরিয়া, গুটুদিয়া, খর্নিয়া, মাগুরখালী, মাগুরাঘোনা, রঘুনাথপুর, রংপুর, রুদাঘরা, সাহস, শরাফপুর, শোভনা, ফুলতলার ফুলতলা, আটরা-গিলাতলা, দামোদর, জামিরা, রূপসার নৈহাটি, শ্রীফলতলা, টিএসবাহিরদি, আইচগাতী, তেরখাদার তেরখাদা, আজগাড়া, বারাসাত, মধুপুর, সাচিয়াদহ, ছাগলাদহ।

সাতক্ষীরা সদরের বৈকারী, বল্লী, বাশদহ, ভোমরা, ব্রহ্মমরাজপুর, ফিংড়ী, ধুলিহর, ঘোনা, ঝাউডাংগা, কুশখালী, লাবসা, শিবপুর, আগরদাঁড়ী, আলীপুর, কলারোয়ার জালালাবাদ, জয়নগর, জুগীখালী, কেঁড়াগাছি, কেরালকাতা, কুশোডাংগা, সোনাবাড়িয়া, কয়লা, চন্দনপুর, দেয়াড়া, লাঙ্গলঝরা, হেলাতলা, তালার তালা, ধানদিয়া, ইসলামকাঠি, জালালপুর, খলিলনগর, খালিশখালী, খেসরা, কুমিরা, মাগুরা, নগরঘাটা, সারুলিয়া, তেতুলিয়া, আশাশুনির আনুলিয়া, আশাশুনি, বড়দল, বুধহাটা, দরগাহপুর, কাদাকাটি, খাজিড়া, কুল্যা, প্রতাপনগর, শোভনালী, শ্রীউলি, দেবহাটার দেবহাটা, কুলিয়া, নওয়াপাড়া, পারুলিয়া, সখিপুর, শ্যামনগরের শ্যামনগর, আটুলিয়া, ভূরুলিয়া, বুড়ীগোয়ালীনি, গাবুরা, ঈশ্বরীপুর, কৈখালী, কাশিমারী, মুন্সীগঞ্জ, নূরনগর, পদ্মপুকুর, রমজাননগর, কালীগঞ্জের ভারাশিমলা, বিঞ্চুপুর, চাম্পাফুল, দক্ষিণশ্রীপুর, ধলবাড়িয়া, কৃঞ্চনগর, কূশলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা, রতনপুর, তারালী।

যশোরের মনিরামপুরের ভোজগাতি, চালুয়াহাটি, ঢাকুরিয়া, দুর্বাভাঙ্গা, হরিদাশকাটি, হরিহরনগর, ঝাঁপা, কাশিমনগর, খানপুর, খেদাপাড়া, কুলাটিলা, মনিরামপুর, মনোহরপুর, মশ্বিমনগর, নেহালপুর, রোহিতা, শ্যামকুর। ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর, দোড়া, এলাঙ্গী, কুশনা, সাফদারপুর, চুয়াডাংগার আলমডাংগার আইলহাস, নাগদাহ।

বাগেরহাট সদরের বারইপাড়া, বেমরতা, বিঞ্চুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, কাড়াপাড়া, খানপুর, রাখালগাছি, ষাটগমবুজ, কচুয়ার কচুয়া, বাধাল, ধোপাখালী, গজালিয়া, গোপালপুর, মঘিরা, রাড়ীপাড়া, মোংলার চাঁদপাই, বুড়িরডাঙ্গা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা, সুন্দরবন, রামপালের বাইনতলা, বাঁশতলী, ভোজপাটিয়া, গৌরন্বা, হড়কা, মালিকেরবেড়, পেড়িখালী, রাজনগর, রামপাল, উজলকূড়, মোড়েলগঞ্জের মোড়েলগঞ্জ, হোগলাবুনিয়া, হোগলাপাশা, জিউধরা, খাউলিয়া, নিশানবাড়িয়া, পঞ্চকরণ, পুটিখালী, রামচন্দ্রপুর, তেলিগাতি, বহরবুনিয়া, বলইবুনিয়া, বনগ্রাম, বারইখালী, চিংড়াখালী, দৈবজ্ঞহাটী, শরণখোলার ধাণসাগর, খোন্তাকাটা, রায়েন্দা, সাউথখালী, চিতলমারীর চিতলমারী, চরবানিয়ারী, বড়বাড়িয়া, হিজলা, সন্তোষপুর, কলাতলা, শিবপুর, ফকিরহাটের ফকিরহাট, বাহিরদিয়ামানস, বেতাগা, লখপুর, মুলঘর, নলধা-মৌভোগ, পিলজংগ, শুভদিয়া, মোল্লারহাটের আটজুড়ি, চুনখোলা, গাওলা, কোদালিয়া, কুলিয়া, উদয়পুর। কুষ্টিয়ার মীরপুরের আমবাড়ীয়া, আমলা, বহুলবাড়ীয়া, বারুইপাড়া, ছাতিয়ান, কুর্শা, মালিহাদ, ফুলবাড়ী, পোড়াদহ, সদরপুর, তালবাড়ীয়া।

বরিশাল বিভাগ: বরিশাল সদরের চাঁদপুরা, চন্দ্রমোহন, চরবাড়িয়া, চরকাউয়া, চরমোনাই, জাগুয়া, কাশীপুর, রায়পাশাকড়াপুর, শায়েস্তাবাদ, টংগীবাড়ীয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর, চাঁদপাশা, দেহেরগতি, কেদারপুর, মাধবপাশা, রহমতপুর, বাকেরগঞ্জের ভরপাশা, চরাদী, চরামদ্দি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, গারুরিয়া, কবাই, কলসকাঠি, নলুয়া, নিয়ামতি, পাদ্রিশিবপুর, রঙ্গশী, মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, দড়িচরখাজুরিয়া, জাংগালিয়া, লতা, উলানিয়া, আলিমাবাদ, আন্দারমানিক, ভাসানচর, বিদ্যানন্দপুর, চাঁদপুর, চর এককড়িয়া, চরগোপালপুর, মুলাদীর চরকালেখা, গাছুয়া, কাজিরচর, মুলাদী, নাজিরপুর, সফিপুর, গৌরনদীর শরিকল, বার্থী, বাটাজোর, চাঁদশী, খাঁজাপুর, মাহিলাপাড়া, নলচিড়া, উজিরপুরের বামরাইল, বরাকোটা, হারতা, জল্লা, ওটরা, সাতলা, শোলক, হিজলার বড়জালিয়া, গুয়াবাড়িয়া, হরিনাথপুর, মেমানিয়া, আগৈলঝাড়ার বাগধা, বাকাল, গৈলা, রাজিহার, রত্নপুর, বানানীপাড়ার বানারীপাড়া, বৈইশারী, বিশারকান্দি, চাখার, ইলুহার, সলিয়াবাকপুর, সৈয়দকাঠি, উদয়কাঠি।

পটুয়াখালী সদরের আউলিয়াপুর, বদরপুর, ছোটবিঘাই, বড়বিঘাই, লোহালিয়া, মাদারবুনিয়া, মরিচবুনিয়া, দুমকীর পাংগাশিয়া, আঙ্গারিয়া, মুড়াদিয়া, গলাচিপার গলাচিপা, আমখোলা, বকুলবাড়িয়া, চরবিশ্বাস, চরকাজল, চিকনীকান্দি, ডাকুয়া, গজালিয়া, গোলখালী, পানপট্টি, রতনদিতালতলী, কলাগাছিয়া, রাঙ্গাবালীর রাঙ্গাবালী, চালিতাবুনিয়া, চরমোমত্মাজ, ছোটবাইশদিয়া, মির্জাগঞ্জের মির্জাগঞ্জ, আমড়গাছিয়া, দেউলি-সুবিদখালী, কাকড়াবুনিয়া, মাধবখালী, মজিদবাড়িয়া, কলাপাড়ার চাকামইয়া, ধুলাসার, নীলগঞ্জ, টিয়াখালী, দশমিনার দশমিনা, আলীপুর, বহরমপুর, বাঁশবাড়ীয়া, বেতাগীসানকিপুর, বাউফলের আদাবাড়িয়া, বগা, ধুলিয়া, কাছিপাড়া, কালাইয়া, কালিসুড়ি, কনকদিয়া, কেশবপুর, নওমালা, সূর্য্যমনী, চন্দ্রদ্বীপ।

পিরোজপুর সদরের কদমতলা, কলাখালী, শারিকতলা ডুমরিতলা, টৌনা, ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া, ধাওয়া, গৌরীপুর, ইকড়ি, নদমুল্যা শিয়ালকাঠি, তেলিখালী, কাউখালীর কাউখালী, আমড়াজুড়ি, চিড়াপাড়া-পারসাতুরিয়া, সয়না রঘুনাথপুর, শিয়ালকাঠি, জিয়ানগরের বালিপাড়া, নাজিরপুরের নাজিরপুর, মালিখালী, মাটিভাঙ্গা, শেখমাটিয়া, শাঁখারীকাঠী, শ্রীরামকাঠী, মঠবাড়িয়ার আমড়াগাছিয়া, বড়মাছুয়া, বেতমোড় রাজপাড়া, দাউদখালী, ধানীসাফা, হলতা গুলিসাখালী, মিরুখালী, টিকিকাটা, সাপলেজা, তুষখালী, নেছারাবাদের স্বরূপকাঠি, আটঘরকুনিয়ান, বলদিয়া, দৈহারী, গুয়ারেখা, জলাবাড়ি, সমুদয়কাঠি, সারেংকাঠি, সোহাগদল, সুঠিয়াকাঠি। 

ভোলা সদরের আলীনগর, বাপ্তা, চরস্যামাইয়া, চরশিবপুর, ধনিয়া, পশ্চিম ইলিশা, উত্তরদিঘলদী, দক্ষিণ দিঘলদী, ভেদুরিয়া, ভেলুমিয়া, বোরহানউদ্দিনের বড়মানিকা, দেউলা, গংগাপুর, হাসান নগর, কাচিয়া, কুতুবা, পক্ষিয়া, সাচড়া, টবগী. লালমোহনের লালমোহন, বদরপুর, ধলীগৌরনগর, লর্ড হার্ডিংস, রামগঞ্জ, চরফ্যাশনের চর কলমী, ঢালচর, মুজিবনগর, নজরুলনগর, চরমানিকা, হাজারীগঞ্জ, রসুলপুর, এওয়াজপুর, জাহানপুর, চরমাদ্রাজ, মনপুরার হাজীরহাট, তজুমুদ্দিনের চাঁচড়া, চাঁদপুর, শম্ভুপুর, দৌলতখানের সৈয়দপুর, চরখলিফা, চরপাতা, মদনপুর, মেদুয়া, উত্তরজয়নগর, দক্ষিণ জয়নগর ।

বরগুনা সদরের বরগুনা, আয়লাপাতাকাট, বদরখালী, বুড়িরচর, ঢলুয়া, ফুলঝুরি, গৌরীচান্না, কেউড়াবুনিয়া, এমবালিয়াতলী, নলটোনা, বেতাগীর বেতাগী, বিবিচিনি, বুড়ামজুমদার, হোসনাবাদ, কাজিরাবাদ, মকামিয়া, সরিষামুড়ী, পাথরঘাটার পাথরঘাটা, কাকাচিড়া, কালমেঘা, নাচনাপাড়া, রায়হানপুর, চরদুয়ানী, কাঠালতলী, আমতলীর আমতলী, আড়পাঙ্গাশিয়া, আঠারগাছিয়া, চাওড়া, শুলিশাখালী, হলদিয়া, কুকুয়া, বামনার বামনা, বুকাবুনিয়া, ডৌয়াতলা, রামনা।

ঝালকাঠি সদরের বাসণ্ডা, বিনয়কাঠি, গাবখানধান সিড়ি, গভারামচন্দ্রপুর, কেওড়া, নথুল্লারবাদ, কীর্তিপাশা, নবগ্রাম, শেখেরহাট, নলছিটির ভৈরবপাশা, দপদপিয়া, কুলকাঠি, কুশংগল, মোল্লারহাট, মগড়, নাচনমইল, রানাপাশা, সিন্ধকাঠি, সুবিদপুর, কাঠালিয়ার কাঠালিয়া, আমুয়া, অরাবুনিয়া, চেঁচরী রামপুর, পাটখালঘাটা, শৌলজালিয়া, রাজাপুরের রাজাপুর, বড়ইয়া,  গালুয়া, মঠবাড়ী, সাতুরিয়া, শুক্তাগড়।

ঢাকা বিভাগ: ঢাকা জেলার দোহারের নয়াবাড়ী, কুসুমহাটি, নারিশা, মোকসেদপুর, মাহমুদপুর, বিলাশপুর। গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার কুশলী, পাটগাতী, বর্নি, ডুমুরিয়া, গোপালপুর। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নাটি, বৌলাই, চৌদ্দশত, দানাপুতালী, যশোদল, কর্শাকাড়িয়াইল, লতিফাবাদ, মহিনন্দ, মাইজখাপন, মারিয়া, রশিদাবাদ। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের বালুচর, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, জৈনসার, কোলা, লতব্দী, মধ্যপাড়া, মালখানগর, রশুনিয়া। ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া, বওলা, ভাইটকান্দি, পয়ারী, ফুলপুর, রহিমগঞ্জ, রামভদ্রপুর, রুপসী, ছনধরা, সিংহেশ্বর। নরসিংদীর পলাশের ডাঙ্গা, গজারিয়া। নেত্রকোনার খালিয়াজুরির খালিয়াজুরি, চাকুয়া, গাজীপুর, কৃঞ্চপুর, মন্দিপুর, নাগর। মাদারীপুরের শিবচরের বন্দরখোলা, বাঁশকান্দি, বহেরাতলা (উ.), বহেরাতলা (দ.), ভাণ্ডারীকান্দি, চরজানাজাত, দত্তপাড়া, দ্বিতীয়খণ্ড, কাদিরপুর, কাঠলবাড়ী, কুতুবপুর, মাদবরের চর, নিলখী, পাঁচ্চর, শিবচর, শিরুয়াইল। শেরপুরের নলিতাবাড়ীর নলিতাবাড়ী, রূপনারায়ণ কুড়া, মরিচপুরান, যোগানিয়া, বাঘবেড়, কলসপাড়, পোড়াগাও, নন্নী, রাজনগর, নয়াবিল, রামচন্দ্রকুড়া, কাকরকান্দি। টাঙ্গাইলের নাগরপুরের ভদ্রা, ভারড়া, বেকড়া (আটগ্রাম), দুপতিয়ার, ধুবড়িয়া, গয়হাটা, মামুদনগর, মোকনা, নাগরপুর, পাকুটিয়া, সাহাবাতপুর, সলিমাবাদ। জামালপুর ইসলামপুরের ইসলামপুর সদর।

সিলেট বিভাগ: সিলেট সদরের জালালাবাদ, হাটখোলা, খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর, টুকেরবাজার, মোগলগাঁও, কান্দিগাঁও।

চট্টগ্রাম বিভাগ:  চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, ফটিকছড়ির নানুপুর, কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর, বড়ঘোপ, দক্ষিণ ধুরম্রং, উত্তর ধুরম্রং, কৈয়ারবিল, লেমশীলখালী, মহেশখালীর বড় মহেশখালী, ছোটমহেশখালী, ধলঘাটা, হোয়ানক, কালারমারছড়া, কুতুবজম, মাতারবাড়ী, টেকনাফের টেকনাফ, সাবরাং, হ্নীলা, বাহারছড়া, সেন্টমার্টিন দ্বীপ, হোয়াইক্যং। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর, তেজখালী, দরিকান্দি, আইয়ুবপুর, পাহাড়িয়াকান্দি, ছয়ফুল্লারকান্দি, রূপসদী, ফরিদাবাদ, মানিকপুর, ছলিমাবাদ, আশুগঞ্জের আড়াইসিধা, চরচারতলা, লালপুর, পশ্চিমতালশহর, শরীফপুর, দুর্গাপুর, তারুয়া। কুমিল্লা দেবিদ্বারের বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুর, সুবিল, ফতেহাবাদ, এলাহাবাদ, জাফরগঞ্জ, রাজামেহার, ভানী, ধামতী, সুলতানপুর, বরকামতা, মোহনপুর। নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা, চরজব্বর, চরজুবলী, চরওয়াপদা, চর আমানুল্লাহ, পূর্বচরবাটা, চরক্লার্ক, মোহাম্মদপুর, হাতিয়ার চর ঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা, নিঝুমদ্বীপ। লক্ষ্মীপুরের কমলনগরের হরফলকন, হাজিরহাট, তোরাবগঞ্জ, পাটারির হাট, রামগতির চরপোড়াগাছা, চরবাদাম।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী