X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
দলের গঠনতন্ত্র সংশোধন বিষয়ে ইসিকে বিএনপির চিঠি

বিএনপি-জাপার প্রার্থী প্রত্যয়ন দেবেন মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৪

ইউপি নির্বাচন-২০১৬ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী প্রত্যয়ন দেবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে বিরোধী দল জাতীয় পার্টিরে পক্ষে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলীয় প্রার্থীদের প্রত্যয়ন দেবেন। মঙ্গলবার বিএনরি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রিজভী বিএনপির পক্ষ থেকে দলের গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। এদিকে, নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়ে জাতীয় পার্টিও দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
দুপুরে রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের কাছে গঠনতন্ত্র সংশোধনের চিঠি হস্তান্তর করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও ভোটের বিধান রেখে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়।
এক প্রশ্নের জবাবে রিজভী জানান, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারপারসন দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাদের প্রত্যয়ন দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী।

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত দলগুলোর মনোনীত প্রার্থীর প্রত্যয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষর রিটার্নিং অফিসারের কার্যালয়ে ও নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থী বাছাই পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে  রিজভী জানান, নবম সংসদের সময় যারা বিএনপির প্রার্থী ছিলেন, তারাও প্রার্থী বাছাইয়ে থাকবেন। এখন ছয়জন তৃণমূলের প্রার্থী বাছাই করবেন। আমাদের কাজ এগিয়ে যাচ্ছে।

এদিকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে চিঠি দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন,  পার্টির চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেবেন। তবে প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসিকে জানিয়েছে, দলের সভানেত্রী শেখ হাসিনা ইউপি প্রার্থীর মনোনয়ন ও প্রত্যয়ন দেবেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!