behind the news
Vision  ad on bangla Tribune

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির তালিকা প্রকাশ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট০৮:৩৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত)কোর্সে ভর্তির তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বিকেল ৪টায় অনলাইনে ভর্তি কার্যক্রমের কোটা ও দ্বিতীয় মেধা তালিকা পাওয়া যাবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকেল ৪টার পর থেকে যে কোনও মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuatmf Roll  লিখে 16222 নম্বরে পাঠালে ফল জানা যাবে।
এছাড়া, রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd  থেকেও ফল জানা যাবে।
/আরএআর/এনএস/আপ-এফএস/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ