behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৩:৫৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

গুলিরাজধানীর মিরপুরে শাহ আলী থানাধীন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহত আল আমিনকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের দুলাভাই নিজাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১ এ রোকেয়া ফার্মেসিতে (ব্লক সি, রোড-৬, বাসা- ২/২) বসে ছিলেন আল আমিন। এসময় দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী ফাঁকা গুলি চালায়। একটি গুলি আল আমিনের বাঁ চোয়ালে এসে লাগে। পরে তাকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢামেকে নিয়ে আসা হয়।
মিরপুর শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, তারা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন। হামলাকারীরা ছিনতাইকারী ছিল বলে ধারণা করছেন তারা। তবে এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।
আল আমিন মাগুরার মোহাম্মদপুর থানার চিত্তবিশ্রাম এলাকার মো. আল আক্কাসের ছেলে। ঢাকায় তিনি মিরপুর-১ এ ব্লক-সি, রোড-৪ এর বোনজামাই নিজামের বাসায় থাকতেন।
/এআরআর/এফএস/     

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ