X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরির দাবি

অহিদুল ইসলাম, সৌদি আরব
২২ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২০

বক্তব্য রাখছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরির দাবি জানিয়েছেন প্রবাসীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দূতাবাসে এসে  প্রবাসীদের প্রভাত ফেরী করার জন্য শহীদ মিনার হওয়া দরকার। সেইসঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা দরকার।
রবিবার সকালে দূতাবাস আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কনস্যুলাররা। এ সময় রিয়াদ প্রবাসী সামাজিক-রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ শিক্ষক এবং সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।
রাষ্ট্রদূত গোলাম মসিহ প্রবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে আরো ভালো করে পালন করা যায় এ বিষয়ক পরামর্শ চেয়েছেন প্রবাসীদের কাছে। তিনি জানান, শিগগিরই মিশনের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হবে। সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্থায়ী শহীদ মিনার বানানো সম্ভব না হলেও দেয়ালে বিবরণসমৃদ্ধ করে ভাষাশহীদ এবং জাতীয় সমৃতিসৌধ মিনারের পেইন্টিং তৈরি করা হবে। এর ফলে, বিদেশিদের কাছে বাংলাভাষার শহীদদের আত্মত্যাগের বিষয়টি আরও গুরুত্ব পাবে।
বক্তারা সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ব্যাপক আয়োজনে পালন হচ্ছে না বলে মন্তব্য করেন। এ সময় রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদ সৌদি আরবে অবস্থিত অন্যান্য দেশের দূতাবাগুলো ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার তথ্য বাংলাদেশ দূতাবাসের কাছে আছে কিনা জানতে চান।

জবাবে দূতাবাসের পক্ষ থেকে কিছু না বলা হলেও কার্যালয় প্রধান নজরুল ইসলাম আগামী বছর অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হবে বলে জানান। তিনি বলেন, এ বছরই এটি করা উচিৎ ছিল, কিন্তু রাষ্ট্রীয় কাজে নানা রকম ব্যস্ততা থাকার কারণে সম্ভব হয়নি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৌদি আরব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি কৃষিবিদ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সৌদি আরব পূর্বাঞ্চলীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাইয়ূম ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠানে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী স্কুলশিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ছাড়পত্র দেওয়া হয়।

/এইচকে/ 

সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট