X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আইন ভেঙে বিশ্ববিদ্যালয় টিকতে পারবে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৯

নুরুল ইসলাম নাহিদ আইন অমান্য করে কোনও বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলে, ‘আইন অমান্য করে কোনও বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না। শিক্ষা নিয়ে কেউ বাণিজ্য করলে আমরা তার ঘোর বিরোধী।’
নাহিদ বলেন, ‘আমরা উচ্চ শিক্ষাকে জাতীয় উন্নয়নের চাবিকাঠি হিসেবে চিহ্নিত করেছি। তাই এর গুনগত মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গ্রাজুয়েট সংখ্যা বেশি। এটা যেমন প্রশংসার দাবি রাখে, তেমনি আবার উদ্যোক্তারা সরকারের নিয়মনীতি অনুসরণ করেন না, যা কেবল অনৈতিক নয় আইন লঙ্ঘনের সামিল।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে যারা আইন মানবে না তাদের বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

স্বাগত বক্তব্যে ইউডার উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘কর্মক্ষেত্রে সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারলে সাফল্য তোমাদের আসবেই। সংকটে অচঞ্চল থাকতে পারলে সৃজনশীলতা অনায়াসে তোমাদের করায়ত্ব হবে। দক্ষতার সঙ্গে সততার সম্মিলন যে কোনো প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার মূলমন্ত্র।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টির সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কমিটির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, অভিভাবক এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক (সম্মান) মিলিয়ে মোট এক হাজার ৩৬০ ছাত্র-ছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। ভালো ফল লাভ করায় সমাবর্তনে চ্যান্সেলর অ্যাওয়ার্ড স্বর্ণপদক পান আট শিক্ষার্থী। আর অ্যাওয়ার্ড অব মেরিট ক্রেস্ট পান ১৭ শিক্ষার্থী।

সমাবর্তন শেষে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং ভাষার মাসের মর্যাদা রক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি