Vision  ad on bangla Tribune

দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় যুব উৎসবে খুবির তিন শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি১৬:৪১, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

ভারতের লক্ষ্মৌতে আয়োজিত নবম দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় যুব উৎসবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী যোগ দিয়েছে। আজ সোমবার লক্ষ্মৌতে বাবাসাহেব আম্বেদকার বিশ্ববিদ্যালয়ে এ উৎসব শেষ হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানিয়েছেন, যোগদানকারী ৩ জন শিক্ষার্থী হচ্ছে সিএসই ডিসিপ্লিনের ৩য় বর্ষ ২য় টার্মের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান,  ড্রয়িং অ্যান্ড প্রিন্টিং ডিসিপ্লিনের ৩য় বর্ষ ২য় টার্মের ছাত্রী শাপলা সিংহ এবং স্থাপত্য ডিসিপ্লিনের ৩য় বর্ষ ২য় টার্মের ছাত্রী অনিন্দিতা উচ্ছ্বাস।

উল্লেখ্য, দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিয়েছে।

 /টিএন/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ