X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেয়েকে কোলে নিয়ে কাঁদলেন ‘বৃক্ষমানব’

জাকিয়া আহমেদ
১১ মার্চ ২০১৬, ১৯:৩২আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:৩২

মা-মেয়ে-স্ত্রীর সঙ্গে আবুল বাজানদার কোনওদিন ভাবিনি মেয়েটাকে কোলে নিতে পারবো। জন্মের পর থেকেই মেয়েটা আমাকে এভাবে দেখেছে, তাই ও আমাকে ভয় পেতো না। সেই ছোট থেকেই আমার কোলে উঠতে চাইতো, আমার সঙ্গে থাকতো, ওকে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারতাম না আমি। আমার সেই মেয়েকে কোনওদিন কোলে নিতে পারি নাই। এই দুঃখে কতদিন কাঁদছি, আল্লাহ বোধহয় আমাদের বাবা-মায়ের দুঃখ বুঝেছে। তাই সবার সহযোগিতায় আজ আমি এখানে। মেয়েকে যদিও এখন কোলে নিতে পারি, তবে অপেক্ষায় আছি দু’হাত দিয়ে মেয়েকে উঁচু করে ধরার।
অনেকটা কান্নাভেজা তবে দৃঢ়কণ্ঠে কথাগুলো বাংলা ট্রিবিউনকে বললেন বিরল রোগে অক্রান্ত আলোচিত আবুল বাজানদার। যিনি ইতোমধ্যেই দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন ‘বৃক্ষমানব’ হিসেবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কেবিনে কথা হয় সেই বৃক্ষমানবের সঙ্গেই। ৩০ জানুয়ারি ঢামেকে ভর্তি হওয়া বাজানদার এই প্রথম সংবাদ মাধ্যমের সঙ্গে এতো দীর্ঘ কথা বলেন।
বৃক্ষমানব আবুল বাজানদার বলেন, গত ১০ বছর ধরে আমার মা আমাকে গোসল করিয়েছেন, তার হাতে খাবার খেয়েছি, সব কাজ মা করেছেন। আমার মা যখন আমাকে গোসল করাতেন, খাইয়ে দিতেন, তখন আমি ভাবতাম আমার মেয়ের কথা। আমিওতো বাবা, চারপাশের সবাইকে দেখতাম মেয়েকে গোসল করায়, পুকুরে গিয়ে সাঁতার শেখায়, কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। আমি পারতাম না, হাত পায়ের ভারি বোঝার চেয়েও এই বোঝা আমাকে কষ্ট দিছে বেশি এতো বছর… তখনও চোখের কোনে ছিল অশ্রু।

মেয়েকে কোলে নিয়ে আবুল বাজানদার নিজের মনেই বলে চলেন, আগে যদিও কেউ মেয়েটাকে কোলে দিতো কিন্তু বেশিক্ষণ রাখতে পারতাম না। হাত-পায়ে এতো ভারি বোঝা, এত্তটুকুন মেয়ে আমার… তাকেও নিতে পারতাম না ভার হয়ে যেত, হাত ব্যথা করতো, নামায়ে দিতে হতো। যখন ঘরের বারান্দায় বা কোথাও বসে থাকতাম তখন এসে বসতো কোলের ভিতরে। মেয়ে আমাকে কখনোই ভয় পায় নাই… বলেই চুপ থাকেন বাজানদার।
ওদিকে মেয়ে তখন বাবার কোলে উঠতে বায়না ধরেছে। স্ত্রী হালিমার সহযোগিতার মেয়ে তাহিরাকে কোলে তুলে নেন বাবা বাজানদার।
হালিমা বলেন, মেয়ে বাপের পাগল। বাবাকে ছাড়া একদণ্ডও থাকতে পারে না। কোথাও যেতে হলে মেয়েকে লুকিয়ে যেতে হতো, যখন আমাদের বাড়িতে গিয়ে চার-পাঁচদিন থাকতাম, দুই দিন গেলেই পাগল করে ফেলতো, রাতের বেলায় বাবা বাবা করে চিৎকার দিতো। ওদিকে বাবাও খবর পাঠাতো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য।
হালিমা জানান, আমাদের যেমন দেখতো নামাজ পড়ে মোনাজাত করতাম তার জন্য, মেয়েও নামাজের পাটিতে বসে হাত তুলে বলতো, আল্লাহ খোদা, আমার আব্বুর হাত ভালো হয়ে গেলে আব্বু আমাকে কোলে নেবে, তুমি আমার আব্বুর হাত ভালো করে দাও। আমার আব্বু হাত দিয়ে ভাত খাবে, নামাজ পড়বে, তুমি আমার আব্বুকে ভালো করে দাও।
আবুল বাজানদার আবুল বাজানদার জানালেন, আগামীকাল শনিবার আবার তার ডান হাতের ড্রেসিং খোলা হবে। গত শনিবার ড্রেসিং খোলা হয়েছিল। তখন চিকিৎসকরা জানিয়েছেন, হাতের অবস্থা অনেক ভালো।
উল্লেখ্য, বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত বাংলাদেশের আবুল বাজানদার বিশ্বের এ ধরনের তৃতীয় রোগী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডান হাতের পাঁচ আঙুলে প্রথম অস্ত্রোপচার করে জটমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার তার হাতের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম হাতেও অপারেশন করা হবে।
এদিকে, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম জানিয়েছেন, আবুল বাজানদারের চিকিৎসায় এক বছর বা যতদিন সময় লাগবে, তার পুরোটা সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
‘বৃক্ষমানব’ হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার।
গত ৩০ জানুয়ারি খুলনার আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন এবং তার চিকিৎসায় বর্তমানে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।
/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক