X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু শনিবার

জাবি প্রতিনিধি
১১ মার্চ ২০১৬, ২২:০৭আপডেট : ১১ মার্চ ২০১৬, ২২:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া  শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে শনিবার। আগামী ১৬ মার্চ তাদের প্রবেশিকা অনুষ্ঠিত হবে।  ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরুর কথা থাকলেও সেটি পিছিয়ে ১২ মার্চ করা হয়। গত ১১ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৬ মার্চ মোহাম্মদ আলী স্বাক্ষরিত ক্লাস শুরু সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে হলে সিট বরাদ্দের ব্যাপারে বলা হয়েছে, শিক্ষার্থীদের এই মুহূর্তে হলে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। তবে তাদেরকে বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরবর্তী সময়ে হলে আসন শূন্য হওয়া সাপেক্ষে স্ব-স্ব হল প্রভোস্ট শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দের ব্যবস্থা করবেন।

হলে সিট বরাদ্দ সম্ভব না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঢাকা থেকে যাতায়াতের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭ টায় দুটি ও এয়ারপোর্ট থেকে একটি দ্বিতল বাস ক্যাম্পাসে আসবে।

সংশ্লিষ্ট হল অফিস থেকে বিশেষ পরিচয়পত্র সংগ্রহ করে বাসে যাতায়াতের সময় তা প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের জন্য এই বাসগুলো নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!