X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
উচ্ছিষ্ট থেকে পোল্ট্রি ফিড

গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রিপ্রিনিয়ার কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাবি’র ‘নিউট্রিফিড’

ঢাবি প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ০০:৫৮আপডেট : ১২ মার্চ ২০১৬, ০০:৫৮

‘গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রিপ্রিনিয়ার অ্যাওয়ার্ড’ ২০১৬ সালের বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘নিউট্রিফিড’। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগীতায় এবারই প্রথম অংশ নিয়েছে বাংলাদেশ।
দুই সদস্যের ‘নিউট্রিফিড’ দলে সিইও হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান সজীব ও হেড অব ফিন্যান্স হিসেবে ছিলেন ফিন্যান্স বিভাগের মো. ফজলে এলাহী।
প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয় গত ৭ মার্চ। এতে সেরা বিজনেস আইডিয়া শেয়ারিংয়ের জন্য ঢাবির এই দলটি চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।
প্রতিযোগিতা সম্পর্কে দলের সিইও আব্দুর রহমান সজীব বলেন, প্রতিবছর বিশ্বের মোট ৫০টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজক যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ‘এন্ট্রিপ্রিনিয়ার্স অর্গানাইজেশন’।
প্রতিযোগিতার চূড়ান্ত আসরটি আগামী মে মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। সেখানে আরও ৪৯টি দেশের দলগুলোর সঙ্গে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দলটি।
প্রাথমিক পর্বে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে চূড়ান্ত বাছাই শেষে ১২টি দলকে নির্বাচন করা হয়। দলগুলো নিয়ে এরপর ২টি রাউন্ডে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। ১ম রাউন্ড শেষে দ্বিতীয় ও শেষ রাউন্ডে ৪টি দল উন্নিত হয়। প্রতিযোগিতার শেষ রাউন্ডে দলগুলোর উপস্থাপন করা সেরা ৪টি বিজনেস আইডিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিচারকরা চ্যাম্পিয়ন হিসেবে ঢাবি’র ব্যবসায় শিক্ষা অনুষদের নিউট্রিফিডের নাম ঘোষণা করেন।
নিউট্রিফিডের বিজনেস আইডিয়া সম্পর্কে উদ্যোক্তাদ্বয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোল্ট্রি ফিডের দাম প্রতি বছরই বাড়ছে। যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাংস ও ডিমের দাম। কম মূল্যে উন্নতমানের ফিড তৈরির চিন্তা করতে প্রথমে ফিডের প্রধান উপাদান হিসেবে বেছে নেই ফলমূলের শ্বাস, খোসা, কাঁচা শাক-সবজিসহ অন্যান্য পচঁনশীল উচ্ছিষ্টকে যেগুলো আবাসিক ও বাণিজ্যিক এলাকায় যা সহজেই পাওয়া যায়। যেগুলো ফিড তৈরির উপযোগী সেগুলো মেশিনের মাধ্যমে আলাদা করে, প্রয়োজনীয় উপাদান মিশিয়ে ফিড তৈরির প্ল্যান করি।
উদ্যোক্তাদ্বয় আরও জানান, ইতোমধ্যে দেশের কুড়িগ্রামে এ পদ্ধতি অবলম্বন করে ফিড তৈরি শুরু করেছি। ধীরে ধীরে অন্য জায়গায় এই ফিড পৌঁছে দেবো।

/এসআর/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়