X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
দুই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮৮ জন

দ্বিতীয় ধাপে ২৮ চেয়ারম্যান

এমরান হোসাইন শেখ
১৪ মার্চ ২০১৬, ০০:৩১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০০:৩৩

ইউপি নির্বাচন-২০১৬ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২৮ ইউপি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আরও ১৫ ইউনিয়ন পরিষদে একক প্রার্থী থাকায় এ ধাপে আগের ১৩ জন স্থলে বৃদ্ধি পেয়ে এ সংখ্যায় দাঁড়িয়েছে। অবশ্য, এরই মধ্যে তিনটির নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে প্রথমধাপে ৬০ ইউনিয় পরিষদে একক প্রার্থী থাকায় তাদের বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ফলে দুই ধাপ মিলিয়ে মোট ৮৮জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। অবশ্য আদালতের আদেশে এই সংখ্যা সামান্য কম-বেশি হতে পারে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত। সোমবার কমিশন থেকে এ বিষয়ে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।  
নির্বাচনি তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ৬৫০টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে এ দিন থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২২ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ভোটগ্রহণ।

রবিবার দ্বিতীয়ধাপে যেসব ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে নতুন করে যুক্ত হয়েছে, সেগুলো হলো—মুন্সীগঞ্জের শ্রীপুরের ষোলোঘর ও সিরাজদীখানের কেয়াইন, জয়পুরহাট সদরের বম্বু, মোহাম্মদাবাদ ও পরানপৈল, সিরাজগঞ্জ সদরের রতনকান্দি, শেরপুরের নকলার গনপদ্দি, গোপালগঞ্জের সদরে হরিদাসপুর, উলপুর, গোবরা, করপাড়া, লতিফপুর, রঘুনাথপুর, সাতপাড় ও সুকতাইল। এ সব ইউপির কয়েকটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থী প্রত্যাহার এবং অন্যগুলোর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিএনপির প্রার্থী নেই ৬৩ ইউনিয়নে

দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের হিসাব অনুযায়ী মোট ৬৩ ইউপিতে বিএনপির প্রার্থী ছিলেন না। এর সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আরও ৯টি ইউপি যোগ হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৭২ ইউপিতে বিএনপির কোনও প্রার্থী নেই।

নতুন যুক্ত হওয়া ইউপিগুলো হলো—মুন্সীগঞ্জের ষোলঘর ও কেয়াইন, জয়পুরহাটের বম্বু, মোহাম্মদাবাদ ও পরানপৈল, সিরাজগঞ্জের রতনকান্দি, শেরপুরের গনপদ্দি, গোপালগঞ্জের হরিদাসপুর ও উলপুর।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের হিসাব অনুযায়ি আওয়ামী লীগের একক প্রার্থী থাকা ১৩টি ইউপি ছাড়া যে ৫০টিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই তার বেশির ভাগই গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলাতে। এই দুই উপজেলার ২৫টিতে বিএনপির কোনও প্রার্থী নেই। ৫০টি ই​উপি হলো‍—গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ও রামজীবন; গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী, বান্ধাবাড়ী, হিরণ, কালাবাড়ী,  কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলীয়া, গোবরা, গোপীনাথপুর, জালালাবাদ, কাজুলিয়া, করপাড়া, লতিফপুর, মাঝিগাতি, নিজরা, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল ও উরফি; চট্টগ্রামের সীতাকুণ্ডের ৫ নম্বর দুর্গাপুর; জামালপুর সদরের বাশচড়া; জয়পুরহাট সদরের পরাণপৈল; ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ধর্মগড় ও নেকমরদ; দিনাজপুরের ফুলবাড়ীর আলাদিপুর, বিরামপুরের দিওড়, খানপুর ও পলিপ্রয়াগপুর; পাবনার ফরিদপুর সদরের ফরিদপুর; মাদারীপুর সদরের বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কালিকাপুর, শিরখারা, দুধখালী, কেন্দুয়া ও মোস্তফাপুর; মুন্সীগঞ্জের সিরাজদী খানের চিত্রকোর্ট ও রাজনগর; রংপুরের পীরগঞ্জের সেনেরহাট এবং সিলেটের কোম্পানীগঞ্জের তেলীখাল ও ইছাকলস।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি