behind the news
Vision  ad on bangla Tribune

বাংলা ট্রিবিউনকে আবুল হাসানাত আমিনীধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তৃতীয় শক্তি গড়ে তুলছে

চৌধুরী আকবর হোসেন১৭:০৮, মার্চ ১৭, ২০১৬

 বাংলা ট্রিবিউন: সমাবেশ আর ওয়াজ মাহফিলের সঙ্গে কোনও পার্থক্য খুজে পাওয়া যায় না কেন?

আবুল হাসানাত আমিনী: সমাবেশ আর ওয়াজ মাহফিলের শব্দগত ও   উদ্দেশ্য-লক্ষ্যে তেমন পার্থক্য নেই। তবে স্থানকালপাত্র ভেদে কিছুটা পার্থক্য তো রয়েছেই। ধর্মীয় দলের সমাবেশের মূল উদ্দেশ্য থাকে দাবি আদায়, ইস্যু সম্পর্কে সরকার ও জনগণকে সচেতন করা, নাস্তিক্যবাদ-সাম্রাজ্যবাদ ও দেশবিরোধী শক্তিকে রুখে দাঁড়াতে উপস্থিত শ্রোতা ও দেশবাসীর প্রতি থাকে জোর আহ্বান জানানো। অন্যদিকে, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য থাকে মুসলমানদের হেদায়েতের দাওয়াত, ইহকাল-পরকাল, জান্নাত-জাহান্নামসহ ধর্মীয় বিষয়ে শ্রোতাদের জ্ঞান দেওয়া। একইসঙ্গে ইসলাম না মানার কুফল সম্পর্কিত বিষয়গুলো জানানো। এ কারণেই উভয় মজলিসেই প্রচুর লোক সমাগম হয়, তাই অনেকে ওয়াজ মাহফিলকেও সমাবেশ মনে করেন। এতে দোষের কিছু নেই।

 বাংলা ট্রিবিউন:  ধর্মভিত্তিক দলগুলো নতুন নেতৃত্বে সংকটে ভুগছে বলে মনে করেন কি?

 আবুল হাসানাত আমিনী: বিগত কয়েক বছরে আল্লামা মুফতী ফজলুল হক আমিনীসহ বেশ কয়েকজন নেতার মৃত্যুর পর একটা শূন্যতা তো অবশ্যই তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, এ সংকট সাময়িক। অতীতেও এমন সংকট ছিল। পরবর্তী সময়ে সেই গ্যাপ পূরণ হয়েছে।

 বাংলা ট্রিবিউন: এক সময় হাফেজ্জী  ‍হুজুর, শায়খুল হাদিস, মুফতী আমিনী  আন্দোলন করলে প্রভাব থাকত, যা এখন নেই। বর্তমানে কি  জনসমর্থন কমছে ধর্মভিত্তিক দলগুলোর?

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ