X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ইউএনও প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৭:৪২

ইউপি নির্বাচন-২০১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাববিস্তার, পক্ষপাতিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে উপযুক্ত কাউকে দায়িত্ব দিতে অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইসির উপসচিব সামশুল আলম সাংবাদিকদের বলেন, ফরিদ হোসেনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অবৈধ নির্দশ দেওয়া, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শুক্রবার তাকে সরিয়ে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের পক্ষ নিয়েই ইউএনও নির্বাচনি কর্মকর্তাদের হুমকি এবং অবৈধ নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই কর্মকর্তার বিরুদ্ধে ইতোপূর্বে কমিশনে অভিযোগ করেছেন উপজেলা নির্বাচন অফিসার। এতে তিনি জানিয়েছেন- ইউএনও’র চাপ ও হস্তক্ষেপের কারণে তাদের সুষ্ঠুভাবে নির্বাচন করতে হিমশিম খেতে হচ্ছে। এসব অভিযোগ তদন্তের জন্য ইসি একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে উপসচিব জানান।

এর আগে ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে বাগেরহাটের রামপাল থানার ওসি রফিকুল ইসলাম ও মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মোল্লারহাট থানার ওসির বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী