behind the news
Vision Led ad on bangla Tribune

রিজার্ভ চুরিতে জড়িতদের শাস্তি চাইলেন মিজানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট০১:০২, মার্চ ১৯, ২০১৬

ড. মিজানুর রহমানকেন্দ্রীয় বাংকের রিজার্ভ চুরিতে জড়িতদের শাস্তির দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে তি‌নি এ দাবি করেন।
একজন ব্যক্তিকে বলির পাঠা বানিয়েই দায়িত্ব শেষ করলে হবে না-উল্লেখ করে মিজানুর রহমান বলেন,‘এতো বড় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে জাতি তা কোনওভাবে গ্রহণ করবে না। তাই জড়িতদের খুঁজে বের করতে হবে।’
ডেপুটি গভর্নর নিয়োগের বেলায় সার্চ কমিটি গঠন করার কথা উল্লেখ করে তিনি বলেন,‘একজন প্রধান গভর্নর নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠন করা হয় না। কিন্তু ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠন করা হয়, তাহলে আমি বলবো, এসবের উদ্দেশ্য কি?’
যখনএকজন ভদ্র ও সৎ মানুষকে দায়িত্ব থেকে চলে যেতে হয় তখন সেটা বিচারের নামে প্রহসন হয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শিশু নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন,‘বিচারহীনতার অপসংস্কৃ‌তি আমাদের সমাজে বাসা বেধেছে। আমাদের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে শিশু হত্যার বিচার নিয়ে যেসব কথা বলেছেন অবিলম্বে আমরা তার বাস্তবায়ন চাই।’
তিনি আরও বলেন,‘আমাদের শিশুদের রক্ষার স্বার্থে ও নির্মম হত্যাকাণ্ড বন্ধের জন্য সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ