X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ত্রুটিপূর্ণ অপারেশনেই মুগদায় মা ও নবজাতকের মৃত্যু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৬, ১৯:২৩আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৯:২৫





ঢামেক রাজধানীর যাত্রাবাড়ীর মুগদা জেনারেল হাসপাতলে ত্রুটিপূর্ণ অপারেশনের কারণেই মা ও নবজাতকের মুত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক ও মেডিসিন বিভাগ।
ঢামেক হাসপাতালের ফরেনসিক ও মেডিসিন বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তবে এবিষয়ে স্পষ্ট করে কোনও মন্তব্য করতে রাজী হননি কেউ।
সোমবার বিকেলে ঢামেক হাসপাতালের ফরেনসিক ও মেডিসিন বিভাগের এক প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অপারেশনে ত্রুটির কারণেই মা ফাতেমা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে নিশ্চিত হতে রাসায়নিক পরীক্ষার জন্য মায়ের শরীর থেকে হার্ট ও পাকস্থলির এবং নবজাতকের গলার টিস্যু ও পাকস্থলি থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। রাসায়ানিক পরীক্ষার ফলাফল পেলে বিষয়টি আরও করে জানানো যাবে।’
সোমবার বেলা ১১টার দিকে নিহতের স্বামী তারেকুল হাসান তারেক বাদী হয়ে ওই হাসপাতলের ৪ চিকিৎসকের নামে মুগদা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮।
মামলাটি মুগদা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নাসির উদ্দিন তদন্ত করবেন। তিনি জানান, ‘আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করেছি। সবার সঙ্গে কথাও বলছি।’
উল্লেখ্য, রোববার বিকাল ৫টায় এক প্রসূতি মা মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাত ১২টা দিকে মিনিটে সিজারিয়ানের মাধ্যমে তার একটি মৃত কন্যা সন্তান হয়। অপারেশনের মায়ের দ্রুত স্বাস্থ্যের অবনতি হলে রাত ১টা ৪৫ মিনিটে তিনিও মারা যান।
/এমআর/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা