X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি

তথ্যপ্রযুক্তি ও ফরেনসিক পরীক্ষাকেই প্রাধান্য দিচ্ছে সিআইডি

জামাল উদ্দিন
২২ মার্চ ২০১৬, ২৩:৩১আপডেট : ২২ মার্চ ২০১৬, ২৩:৫৩

বাংলাদেশ ব্যাংক-সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে তথ্যপ্রযুক্তি ও ফরেনসিক পরীক্ষাকেই প্রাধান্য দিচ্ছেন সিআইডির কর্মকর্তারা। অর্থ চুরির সঙ্গে জড়িতদের শনাক্তসহ অর্থ ফেরত আনতে এই দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। এসব বিষয়ে তদন্তে সিআইডিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির সদস্যরা ড. ফরাস উদ্দিনের কমিটি কাজ শুরু করেছে। তারা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।  এছাড়া, সিআইডি’র কর্মকর্তারাও বৈঠক করেছেন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে। দু’টি তদন্ত কমিটিকেই সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যায় সিআইডির একটি প্রতিনিধি দল। এরপর তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। অর্থ চুরির ঘটনা তদন্তে এরইমধ্যে কী কী কাজ হয়েছে, তা গভর্নরকে জানানো হয়েছে। এছাড়া, তদন্ত করতে পরবর্তী সময়ে কী ধরনের সহায়তা লাগতে পারে—সে বিষয়েও গভর্নরকে জানানো হয়। তথ্য প্রযুক্তি ও ফরেনসিক বিষয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যদিয়ে অর্থ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কোনও অসাধু চক্রের যোগসাজশ রয়েছে কি-না তা চিহ্নিত করতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী জানান, রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের সর্বশেষ অবস্থা শনাক্ত করে তা দেশে ফেরত আনার ব্যাপারে কী প্রক্রিয়ায় এগুনো যায়, ওই বিষয় নিয়েও সিআইডি কর্মকর্তাদের সঙ্গে নতুন গভর্নরের আলোচনা হয়েছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তদন্তের জন্য আলামত সংগ্রহে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সিআইডির কর্মকর্তারা।

তদন্তে সংশ্লিষ্টরা আরও জানান, এরইমধ্যে বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির তদন্ত কর্মকর্তারা। মঙ্গলবারও কয়েকজনের সঙ্গে একান্তে কথা বলেছেন তারা। তদন্তের প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক যেকোনও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশ ব্যাংকের যেকোনও সার্ভার, কম্পিউটারসহ সব ধরনের আলামত সংগ্রহ করবেন তারা। সন্দেহাতীতভাবে প্রমাণ পেলেই বাংলাদেশ ব্যাংকের কোনও কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে বাংলাদেশের তদন্ত সংস্থা। সুইফটের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে, এখনও কোনও সন্দেহভাজনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়নি।

রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার তদন্ত করেছে পাঁচটি সংস্থা। সিআইডি ছাড়াও এই দলে আছে পুলিশ সদর দফতর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সমন্বিত টিম। মুদ্রা চুরির ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলাটির মূল তদন্তের  সঙ্গে নিযুক্ত আছে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি টিম।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল