X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ছাদ থেকে পড়ে ওমান ফেরত ব্যক্তির মৃত্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ০৩:১৫আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০৩:২৫

লাশ উদ্ধার রাজধানীর বংশালের সুরিটোলা এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে শাহাদাৎ হোসেন (৩৫) নামে ওমান ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে, তিনি কিভাবে ভবন থেকে পড়ে গেলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা সন্তোষজনক কোনও কিছু জানাতে পারেননি। ঢাকা মেডিক্যাল কজেল (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য জানান।
পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সুরিটোলার তিনি ভবন থেকে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পরকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক  জানান, বংশাল থানায় বিষয়টি জানানো হয়েছে। কিভাবে তিনি পড়ে গেলেন, তা থানা পুলিশ খতিয়ে দেখবে।
পরিবারের সদস্যরা জানান, নিহত শাহাদাৎ হোসেন ওমানে ছিলেন। দেড়মাস আগে তিনি বাড়িতে আসেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বসিকপুর এলাকায়। দেশে এসে কিছুদিন আগে পরিবারের সম্মতিতে বিয়ে করেন। তার স্ত্রীর নাম পপি আক্তার (২৪)। স্ত্রীর ভাই রিয়াজ হোসেন বংশালে ব্যবসা করেন। সুরিটোলায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। ওই বাসায় পপি ও শাহাদাৎ গতকাল বেড়াতে আসেন। আসার একদিন পর তিনি বাসাটির ছাদ থেকে পড়ে নিহত হলেন।

নিহতের স্ত্রীর ভাই রিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, দুই সপ্তাহ আগে শাহাদাতের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে। গতকাল বোন ও বোনজামাই আমার বাসায় বেড়াতে আসেন। রবিবার দুপুরের খাবার খেয়ে আমরা সবাই বিশ্রামে ছিলাম। আমার বোন ও শাহাদাৎ অন্য একটি কক্ষে বিশ্রামে ছিলেন। বিকেল সাড়ে ৩ টার দিকে হঠাৎ একটি শব্দ শুনি। এরপর বাসার নিচে শাহাদাৎকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিভাবে তিনি পড়ে গেলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ফ্ল্যাটের দরজাটি খোলা ছিল। ছাদের দরজাও খোলা। ধারণা করছি, তিনি ছাদ থেকে পড়ে গেছেন। তবে আমরা কেউ দেখিনি। আমার বোন জানিয়েছে, সে টয়লেটে ছিল। টয়লেট থেকে এসে তাকে কক্ষের ভেতরে পায়নি। শাহাদাৎকে চিকিৎসা করানোরও কথা ছিল বলে জানান রিয়াজ।

/এমআর/এআরআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক