X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
দুই পুলিশ সদস্যের ঘুষ গ্রহণ

শাস্তি হবে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে!

আমানুর রহমান রনি
২৮ মার্চ ২০১৬, ০৪:২৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০৫:০৬

বাংলাদেশ পুলিশ ঢাকার শেরে বাংলানগর থানার দুই পুলিশ সদস্য তিন ব্যক্তিকে থানায় নিয়ে তাদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বরখাস্ত হয়েছেন। থানার পরিদর্শক (অপারেশন) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরো বিষয়টি জানলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। ঘটনা তদন্তে গঠিত কমিটি রিপোর্ট দেওয়ার পর দোষ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফার্মগেট থেকে একটি ট্রাভেল রিক্রটিং এজেন্সির তিন ব্যক্তিকে আটক করে ঘুষ আদায়ের পুরো ঘটনাটি জানতেন থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ ও ওসি জিজি বিশ্বাস। কারণ ওই তিনজনকে আটক করার পর তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ডিসি বিপ্লব কুমার সরকার। আটকৃতরা একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত। তাদের পরিচয় ও তাদের তথ্য সব ঠিক ছিল। কিন্তু ডিসির কথা না শুনে ওসি বিষয়টি এড়িয়ে যান। তিনি শুক্রবার রাতে থানা থেকে বেরিয়ে মানিক মিয়া এভিনিউতে ২৬ মার্চের কনসার্টে নিরাপত্তার দায়িত্ব পালনে চলে যান।  এরপর উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ ও পরিদর্শক আজাদ ওই তিন ব্যক্তিকে শুক্রবার রাতভর আটকে রাখেন। আটকৃতদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। শেরে বাংলানগর থানার অন্য এক সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিয়ার রহমান। তার বাড়িও কুড়িগ্রামে। তিনি বর্তমানে ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন।
আটকৃতদের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন এসআই দেবাশীষ।  না হলে তাদের ছাড়া হবে না বলেও জানিয়ে দেন। এরপর এএসআই শফিয়ার কুড়িগ্রামে বসে শুক্রবার রাতেই আটকৃতদের স্বজনদের কাছ থেকে ৭৫ হাজার টাকা ঘুষ নেন। টাকা পেয়ে তিনজনকে শনিবার সকালে ছেড়ে দেয় শেরে বাংলা নগর থানা পুলিশ। তাদের কাছে থাকা ৪৫ টি পাসপোর্ট পুলিশ রেখে দেয়। বাকি সোয়া দুই লাখ টাকা দিলে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এরই মধ্যে শনিবার বিষয়টি জেনে যান পুলিশের অন্য কর্মকর্তারা। বিষয়টি শনিবার দুপুরে তেজাগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার তদন্ত করান। অভিযোগের সত্যতা পাওয়ার পর এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ারকে সাময়িক বরখাস্ত করেন তিনি। ওসি জিজি বিশ্বাস ও পরিদর্শক আজাদকে তার দফতরে ডাকেন। তারা তাদের কৃতকর্মের জন্য ডিসির কাছে ক্ষমা চান। ডিসি তাদের বক্তব্য শোনেন। এরপর বিষয়টি তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে অবগত করেন। ঘটনা তদন্তে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দেন। শনিবার রাতেই ওই ট্রাভেল এজেন্সির একজন কর্মকর্তা এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসির কাছে লিখিত অভিযোগ করেন।

ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, এএসআই শফিয়ার কুড়িগ্রামে ভিকটিমদের আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসআই দেবাশীষ ও এএসআই  শফিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্টের পর দোষ অনুযায়ী আরও ব্যবস্থা  নেওয়া হবে।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ