X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার পরীক্ষার্থীদের সমস্যায় ফেললেন না শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১১:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১১:৩১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা চলা অবস্থায় কেন্দ্রের কক্ষে প্রবেশ করে এবার শিক্ষার্থীদের সমস্যায় ফেললেন না শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামীতেও তিনি পরীক্ষা চলার সময় কক্ষে প্রবেশ করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। কারণ শিক্ষামন্ত্রী কক্ষে প্রবেশ করলে একইসঙ্গে তার সঙ্গী ও সাংবাদিকরা প্রবেশ করেন। ফলে পরীক্ষার্থীদের সমস্যা হয়।
রবিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি পরীক্ষা কক্ষে প্রবেশ করেননি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষমন্ত্রী সকাল ১০টা ৮ মিনিটে পরীক্ষা কেন্দ্রের মূল ফটক দিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। পরে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ৯ নং ভবনের তিন তলায় গিয়ে বারান্দা থেকেই পরীক্ষার্থীদের পরীক্ষা পরিদর্শন করেন।
এর আগে গত ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা বিষয়ে আইনশৃঙ্ঘলা বাহিনীর সঙ্গে মিটিংয়ে তিনি পরীক্ষা কক্ষে প্রবেশ করবেন না বলে জানান।
পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিদেরকে তিনি বলেন, আগে এত সাংবাদিক ছিল না, এত পত্রিকাও ছিল না। তখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে পরীক্ষার্থীদের তেমন কোনও সমস্যা হতো না। কিন্তু এখন আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাংবাদিকরাও প্রবেশ করেন। এক সঙ্গে এত মানুষ পরীক্ষার কেন্দ্র্রে প্রবেশ করলে পরীক্ষার্থীদের সমস্যা হয়।
তিনি আরও বলেন, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সায়েফ উল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী প্রমুখ।

/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া