X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এসএসসি-এইচএসসি পরীক্ষা ৫ দিনেই শেষ করার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১২:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:৩১

নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৫ থেকে ৬ দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থীদের টেনশন কমাতে ও সময় বাঁচাতেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
রবিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান নাহিদ।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে এইচএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়, তারা টেনশনে থাকে। তাই পরীক্ষার সময় কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা আগে যখন পরীক্ষা দিতাম, তখন এইচএসসি পরীক্ষা ৬ দিনেই শেষ হয়ে যেত। সকালে এক পার্ট, বিকেলে অন্য পার্টের পরীক্ষা দিতাম। কিন্তু এখন দুই থেকে তিন দিন সময় দেওয়ার পরও অভিভাবকদের মন ভরে না। তবে হুট করে সময় কমানো যাবে না। আস্তে আস্তে এটি বাস্তবায়ন করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। এ থেকে বোঝা যায়, ঝরে পড়ার হার কমছে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। আশা করছি সামনে আরও এ হার বাড়বে।’
প্রশ্ন ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই। এ বিষয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গোয়েন্দারা মাঠে কাজ করছেন। ফেসবুক থেকে শুরু করে সবখানে নজরদারি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ গুজবও ছাড়ায়, তাকে ধরে শাস্তি দেওয়া হবে। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা। তাছাড়া আমাদের এ আইন করার পর থেকে প্রশ্ন ফাঁস তো দূরের কথা গুজব ছড়াতেও কেউ চেষ্টা করে না।’

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮, যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী