behind the news
Vision  ad on bangla Tribune

দক্ষিণ আফ্রিকায় অপহৃত মুহিত উদ্ধার, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৭:২৭, এপ্রিল ০৩, ২০১৬

গ্রেফতারদক্ষিণ আফ্রিকায় অপহৃত বাংলাদেশি নাগরিক মুহিতকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছে র‌্যাব। এ ঘটনায় আন্তর্জাতিক অপহরণ চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করেছে তারা।
র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান রবিবার এ তথ্য জানান। তিনি বলেন, অপহৃত মুহিতকে উদ্ধার করে গত শনিবার বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক অপহরণ চক্রের দুজনকেও গ্রেফতার করা হয়েছে।
তবে কোথা থেকে কীভাবে মুহিতকে উদ্ধার এবং অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয় সে বিষয়ে মিডিয়া উইং থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান পরিচালক মুফতি মাহমুদ।
/এআরআর/এমও/এএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ