behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

এইচএসসি পরীক্ষা: দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩৬৩৭, বহিষ্কৃত ৬০

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৭:৩১, এপ্রিল ০৫, ২০১৬

এইচএসসি পরীক্ষা ২০১৬দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি অনুযায়ী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এ দিনে পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৬৩৭ পরীক্ষার্থী। আর অসুদপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত হয়েছেন ৬০ জন পরীক্ষার্থী। কারিগরি বোর্ডে সবচেয়ে বেশি ২৯ জনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রথম দিন গত রবিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮৮৭ পরীক্ষার্থী। ওই দিন ৪৩ জন বহিষ্কৃত হন।
উল্লেখ্য সারাদেশের মোট আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট দুই হাজার ৪৪৯ টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ১, কুমিল্লা বোর্ডে ৬, যশোর বোর্ডে ১, চট্টগ্রাম বোর্ডে ৪, সিলেট বোর্ডে ১, বরিশাল বোর্ডে ১, মাদ্রাসা বোর্ডে ১১ জন এবং সবচেয়ে বেশি কারিগরি বোর্ডে ২৯ জনকে বহিষ্কার করা হয়েছে।  
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, দ্বিতীয় দিনের মতো পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনও প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি।

এ বছর দেশের আটটি সাধারণ বোর্ডের অধীনে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হন। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী বেশি।

সময়সূচি অনুযায়ী আগামী ৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

 

/আরএআর/এফএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ