Vision  ad on bangla Tribune

তোপের মুখে টনক নড়লো জবি প্রশাসনের

জবি প্রতিনিধি১৭:৩৭, এপ্রিল ০৭, ২০১৬

নাজিমুদ্দিন সামাদশিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যার ঘটনায় অবশেষে টনক নড়েছে নিশ্চুপ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ছাত্রদের তোপের মুখে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা নির্বিকার থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া সমালোচনা করেন।
পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ ডিএমপির ওয়ারী জোনের ডিসিকে চিঠি পাঠিয়ে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুর এলাকায় নাজিমুদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
চিঠিতে প্রক্টর জানান, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আরএআর/এজে/

লাইভ

টপ