X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা

জামাল উদ্দিন
২১ এপ্রিল ২০১৬, ০৭:৩২আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২১:৫৭

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত সংস্থা সিআইডিকে তথ্য দিয়েছেন তার বাবা ইয়ার হোসেন। তনু হত্যার একমাসের মাথায় ১৯ এপ্রিল  সিআইডিকে তিনি এসব তথ্য দিয়েছেন। তথ্য দেওয়ার পর সিআইডির পক্ষ থেকে তাকে ধৈর্য ধরতে বলা হয়েছে। সিআইডির কর্মকর্তারা তাকে বলেন, একমাস ধৈর্য ধরেছেন, অন্তত আরও একমাস ধৈর্য ধরুন। এরমধ্যে মামলার তদন্তের একটা অগ্রগতি তারা তাকে দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে তনুর বাবা ইয়ার হোসেন জানান।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েকে খুঁজতে গিয়ে তনুর বাবা ইয়ার হোসেনই প্রথম মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

আরও পড়তে পারেন:  হাসপাতালের বিছানায় মাকে ভাত বেড়ে দিচ্ছে শিশু  মারিয়া মেয়েকে নিয়ে ৫ বছর ধরে হাসপাতালে আছেন মা, হচ্ছে না চিকিৎসা

মেয়ে হত্যাকাণ্ডের একমাসে খুনিদের শনাক্ত ও গ্রেফতারে বিষয়ে কোনও তথ্য আছে কিনা জানতে চাইলে তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের কাছে কোনও তথ্য নেই। তনু হত্যাকাণ্ডে জড়িত কোনও খুনি গ্রেফতার হয়েছেন বলেও তাদের জানা নেই। সিআইডির কর্মকর্তারা তাদের কাছে যেসব তথ্য জানতে চেয়েছেন, তারা সেসব তথ্য সিআইডিকে দিয়েছেন। সন্দেহভাজনদের বিষয়েও তিনি তথ্য দিয়েছেন সিআইডির কর্মকর্তাদের। খুনি যারাই হোন, তাদের ধরার জন্য বলেছেন। তারা সেগুলো খতিয়ে দেখবেন জানিয়ে বলেছেন, ধৈর্য ধরুন। আগামী একমাসের মধ্যে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। আর বলেছেন, আক্রোশের কারণে হত্যা করা হয়েছে তনুকে।

বাংলা ট্রিবিউনকে ইয়ার হোসেন বলেন, আমার কোনও ক্ষমতা নেই। জোর নেই। এখন ধৈর্য ধরা ছাড়া আর কী করার আছে? গরিবের বিচার যদি আল্লাহ করেন, সেই অপেক্ষায় আছি। আল্লাহ দেখেছেন কে মেরেছে তনুকে। এছাড়া, লাশতো পাওয়া গেছে।

আরও পড়তে পারেন:   ড. মুহাম্মদ ইঊনূস ড. ইউনূস মার্কিন সরকারের কোনও টাকা নেননি: ইউনূস সেন্টার

 

তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদে ও তদন্তে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখছেন তারা। দ্রুত একটি সমাধানে আসা যাবে বলেও তিনি সাংবাদিকদের বলেন।

এদিকে, বুধবার তনুর চাচা-চাচীসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি’র কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার তনুর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারা। তদন্তে সহায়তার জন্যই বারবার তাদের সঙ্গে কথা বলছেন বলে জানান সিআইডির কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত তনু হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ