X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা উন্নয়ন ও গণতন্ত্র চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩২

উন্নয়ন ও গণতন্ত্রের মধ্যে কোনও বিভাজন নেই মন্তব্য করে সরকারি দলের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে তারা দুটোই চায়। এই অহেতুক বিতর্ক শেষ হয়েছে বলে তিনি মনে করেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সরকারি দলের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র নিয়ে একটি মহল অহেতুক বিতর্ক শুরু করেছিল। এ দুটোর মধ্যে কোনও বিভাজন নেই। তারা বারবার চেষ্টা করেছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা দুটোই চায়। তবে তারা অতিদ্রুত উন্নয়ন চায়। কারণ, জনগণ ভালো জীবনের আশা করে। গত ১৫ বছরে তারা এই উ্ন্নয়নের ছোঁয়া পেয়েছে।’ এই অহেতুক বিতর্ক চিরতরে শেষ হয়েছে বলে তিনি মনে করেন।

সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান বলেন, ‘যারা বলেছিল— শেখ হাসিনা সরকারকে উৎখাত করবে, তাদের পরাজয় হয়েছে। তারা বলেছিল, শেখ হাসিনা সরকার উন্নয়নের কথা বলে দুর্নীত করছে, তারা দুর্নীতির কোনও প্রমাণ করতে পারেনি। বিএনপির কাছে গণতন্ত্র আশা করা যায় না।’

স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দীন বলেন, ‘দেশ অনেক সুন্দরভাবে চলছে। তারপরও অনেক সমস্যা আছে। সমাধান দরকার। ডলার সংকটের মূল কারণ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। টাকাপাচার বন্ধ করতে হবে। এর মূল কারণ দেশে অনেক টাকা আছে, সে টাকা প্রদর্শনের বৈধ সুযোগ নেই। এই সুযোগ করে দেওয়া জরুরি। তিন বছর আগে এই সুযোগ দেওয়া হয়েছিল।’

সোহরাব উদ্দীন বলেন, ‘ব্যাংক খাতে দুরবস্থা। লুকিয়ে রাখা তথ্য বের করলে দেখা যাবে— খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা। নতুন করে বাংলাদেশ ব্যাংক একটি পথ-নকশা প্রকাশ করেছে।’ তিনি আশা করেন, এটি বাস্তবায়ন হলে দুর্বলতা কাটবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৫ জুন থেকে
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...