X
বুধবার, ২২ মে ২০২৪
৮ জ্যৈষ্ঠ ১৪৩১

‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ২১:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২২:১০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এখনও একটা দল, যাদের কোনও মাথা-মুণ্ডু নেই। তাদের চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি। দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয়। সেই সিদ্ধান্তেরও ঠিক-ঠিকানা নেই। আজ এরে বহিষ্কার করে, কাল আবার ওরে বহিষ্কার করে। তাদের কোনও সিদ্ধান্ত নেই।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিতে নেতাকর্মীদের বহিষ্কার নিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এই আলোচনা তোলেন। 

বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা আরও বলেন, আমাদের অধীনে তারা নির্বাচন করবে না। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার কে তারা? যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কীভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকায় এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয়ভাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখি, অন্তত বলবো—যে নির্বাচন হয়ে গেলো, এভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে?

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। তারা হ্যাঁ/না ভোট দিয়ে মানুষের ভোট চুরি করেছে। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় নির্বাচন—প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি। কীভাবে মানুষের ভোট নিয়ে খেলা হয়।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপির তৃণমূলের ৮০ জন নেতা দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। একসঙ্গে তৃণমূলের এত নেতাকে বহিষ্কারের ঘটনা বিএনপিতে এটিই প্রথম। এর পরদিন শনিবার (২৭ এপ্রিল) আরও ৩ জনকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো  হয়, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বহিষ্কার হয়েছেন বিএনপির আরও চার জন নেতা।

/এমআরএস/এফএস/এমওএফ/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
২১ মে ২০২৪, ১১:২৭
সম্পর্কিত
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান