X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ২৩:০৯আপডেট : ০৩ মে ২০২৪, ১৬:২৭

চিকিৎসার জন্য হাসপাতালে নিয়মিত আসা-যাওয়ার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত এক মাসে দ্বিতীয়বার চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন তিনি। প্রতিবার আসা-যাওয়ার সময় আশপাশ থেকে অনেকেই তাকে সালাম দেন।

বৃহস্পতিবারও (২ মে) রাত সাড়ে ৮টার দিকে যখন বাসার উদ্দেশে হাসপাতাল থেকে বেরোচ্ছিলেন, তখন পেছন থেকে একজন উচ্চস্বরে সালাম দেন। পেছন থেকে কে সালাম দিলো, তা দেখতেই হুইলচেয়ারে বসেই মাথা ঘুরিয়ে সালামের উত্তর দেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় হাসপাতাল থেকে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও কয়েকজন ছিলেন।

সঙ্গে থাকা একজনের সঙ্গে আলাপ হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বাসার উদ্দেশে বের হওয়ার পথে এভার কেয়ার হাসপাতালে কর্মরত একজন তরুণ ম্যাডামকে দেখে সালাম দেয়। ছেলেটির সামনে তখন নিপুণ রায়, সে জন্য তাকে দেখা যাচ্ছিল না। জোরে সালাম দেওয়ায় ম্যাডাম ঘাড় ঘুরিয়ে দেখতে চেয়েছেন তাকে। পরে ম্যাডামও সালামের উত্তর দেন।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে ম্যাডাম রাত ৮টা ২২ মিনিট রওনা করে বাসায় এসে পৌঁছেছেন রাত ৮ টা ৫৮ মিনিটে।’

খালেদা জিয়ার মেডিক্যাল টিমের একজন সদস্য জানান, গতকাল বুধবার (১ মে) বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অনেকটাই খারাপ ছিল। বৃহস্পতিবার উন্নতি হয়েছে। তার সাধারণ আর যেসব অসুস্থতা রয়েছে, সেগুলোর চিকিৎসাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য পরীক্ষা করাতে গতকাল বুধবার হাসপাতালে যান খালেদা জিয়া। সবশেষ গত ৩১ মার্চ হাসপাতালেও নেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসনকে। পরে ২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে রয়েছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ ২০২২ সালের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
চীন সফরে গেছেন তিন বাম দলের নেতারা
গার্ড অব অনার প্রদান‘হায়দার আকবর খান রনোর নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে’
সর্বশেষ খবর
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
বাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
খুলনা অঞ্চলে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাববাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প