X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
রংপুরের গঙ্গাচড়ায় জনসভায় এরশাদ

‘আমার পরেই রওশন’

রংপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ২১:০২আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২১:০৯

রংপুরে এরশাদ

মাত্র দুই দিনের মাথায় নিজের বক্তব্য থেকে সরে এসে রওশন এরশাদকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দুত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। স্ত্রী সম্পর্কে তিনি বলেছেন, এখন থেকে রওশন এরশাদ দলের সিনিয়র কো-চেয়ারম্যান হবেন। আমার পরে ওনার স্থান ও মর্যাদা হবে। ওনাকে কেউ অমর্যাদা করতে পারবে না।
বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এরশাদ এসব কথা বলেন। যথা সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে আবারো ঘোষণা দেন তিনি। এর আগে সোমবার তিনি রওশনের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন।


জনসভায় এরশাদ চলমান ইউপি নির্বাচন সম্পর্কে বলেন, ‘এখন নির্বাচনের নামে এসব কী হচ্ছে। এর আগে এ ধরনের কোনও নির্বাচন হয়েছে বলে আমার জানা নেই। এতদিন ধরে যেভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতো তা পরিবর্তন করে দলীয় ভিত্তিতে নির্বাচন করা হচ্ছে। এ নির্বাচনে সরকার কোনও সুনাম অর্জন করতে পারেনি। তারপরেও আমরা নির্বাচনে অংশ নেবো। হারি জিতি তাতে কিছু যায় আসে না। তবে এবার আমরা যোগ্য ব্যাক্তিকে দলের মনোনয়ন দেবো।’
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল। এখন তাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ। আমরা আছি, জাতীয় পার্টি আছে, থাকবে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোমবার (২৫ এপ্রিল) রংপুরে তিন দিনের সফরে এসে নিজের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের ডেকে এরশাদ ঘোষণা করেছিলেন, রওশন এরশাদের সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্য অবমাননাকর। তিনি যথাসময়ে কাউন্সিল করবেন। তার জীবন থাকতেও তারিখ পরিবর্তন করবেন না। গঠনতন্ত্র রওশন জানেন না। তার এই বক্তব্য গনমাধ্যমে প্রচারিত হলে তোলপাড় শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জাপার একজন শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে জানান রওশন এরশাদ বলেছেন তাকে দলের সিনিয়র কো চেয়ারম্যান করার ঘোষণা দিলে তিনি কাউন্সিলে আসবেন। না হলে নয়। এতে করে এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা এবং দলের পরবর্তী কান্ডারি বলার সিদ্ধান্ত থেকে সরে আসলেন এরশাদ।

আরও পড়ুন- 

দুধের উৎপাদন কম, ডিমে সাফল্য সরকারের

হজে অনিয়মে ৬৮ এজেন্সির সাজা হয়েছে: সংসদে ধর্মমন্ত্রী


/এফএস/

 






সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট